সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RCB)। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য ফাফ ডুপ্লেসির দল। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মা ব্রিগেড। 
 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস ভাগ্য সাথ দিল না মুম্বই ইন্ডিয়ান্সের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আইপিএল ২০২২-এ রাতের খেলায় টস জিতলেও ফিল্ডিং করার যে রীতি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে তা ধরে রাখলেন আরসিবি অধিনায়ক। রাতের দিকে শিশির সমস্যার কথা ভেবেই যাতে বোলারদের সমস্যা না হয় ও ব্যাটসম্যানদের রান তাড়া করতে সুবিধা হয়  সেই কারণেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডুপ্লেসি।  এদিনের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে একটি পরিবর্তন হয়েছে। রাদারফোর্ডের বদলে দলে এসেছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে মোট দুটি পরিবর্তন হয়েছে। ড্যানিয়েল সামস ও তাইমিল মিলসের বদলে দলে সুযোগ পেয়েছেন রমনদীপ সিং ও জয়দে উনাদকাট।

 

 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে ওপেনিং জুটিতে রয়েছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়াত। মিডল অর্ডারে খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এরপর দলের শক্তি বাড়িয়ে আজকের ম্যাচে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলছেন শাহবাজ আহমেদ  ও  ওয়ানিন্দু হাসরঙ্গা। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই দুই ক্রিকেটারের উপর। এছাড়া পেস অ্যাটাকে থাকছেন ডেভিড উইলি, হার্শল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

 

 

অপরদিকে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিং জুটিতে রয়েছেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশান। এরপর মিডল অর্ডারে দেখা  যাবে ডিওয়াল্ড ব্রেভিস ও তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মাকে। এরপর রয়েছেন গত ম্যাচে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদব। এছাড়া দলে লোয়ার মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন রমনদীপ সিং। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন কায়রন পোলার্ড। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে খেলবেন মুরগান অশ্বিন। পেস অ্যাটাকে  খেলছেন  জসপ্রীত বুমরা,বাসিল থাম্পি ও জয়দেব উনাদকাট।

প্রসঙ্গত, আইপিএল ২০২২-এর সুপার স্যাটারডের দ্বিতীয় ও প্রতিযোগিতার ১৮তম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। প্রতিযোগিতায় ৩ ম্য়াচে দুটি জয় পেয়ে এখনও পর্যন্ত ভালো জায়গায় রয়েছে ফাফ ডুপ্লেসির দল।  আজকের ম্যাচ জিতে জয়ের হ্য়াটট্রিক করতে বদ্ধপরিকর ডুপ্লেসি, বিরাট কোহলিরা। অপরদিকে চিত্রটা পুরো আলাদা। টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে ফেলেছে রোহিত শর্মার দল। আজকের ম্যাচে জয়ে ফেরাই এক মাত্র লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।