২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২২ (IPL 2022) অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ষষ্ঠবার ট্রফি জয়ের লক্ষ্যে অবিচল রোহিত শর্মার (Rohit Sharma) দল। তার আগে নতুন জার্সি প্রকাশ করল ৫ বারের চ্যাম্পিয়নরা। 

আইপিএলের (IPL) ইতিহাসে সবথেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৫ বার ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার (Rohit Sharma)দল। আইপিএল ২০২২ উপলক্ষ্যে নতুনভাবে সেজে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। ২০২০ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। গতবছর শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি রোহিত শর্মারা। পুরোনো দলের বেশ কয়েক জন কোর মেম্বারকে যেমন ধরে রেখেছে মুম্বই দল। তেমনই নিলামের পর লেগেছে নতুনত্বের ছোঁয়া। দল যেমন রিটেন করেছিল রোহিত শর্মা, কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাদের। নিলামে দলে ফেরানো হয়েছে ইশান কিশানকে। এছাড়া একাধিক নতুন ক্রিকেটারকে নিলামে দলে নিয়েছে মুম্বই। এবার আইপিএল শুরুর আগে নতুন জার্সি প্রকাশ করল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল।

Scroll to load tweet…

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন জার্সিতেও (Mumbai Indians New Jersey) রয়েছে আধুনিকতার ছোঁয়া। জার্সির মূল রং এক থাকলেও, নকশায় এসেছে পরিবর্তন। তবে নীলের সঙ্গে সোনালির কম্বিনেশনেরও কোনও বদল হয়নি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে নতুন জার্সি প্রকাশ করেছে দল। আইপিএল ২০২২ মরসুমে প্রিয় দলের নতুন জার্সি সমর্থকদের মন জয় করে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এবার ২৭ মার্চ, অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২ অভিযান শুরু করবে। ২১ মে তারা শেষ লিগ ম্যাচে মাঠে নামবে দিল্লির বিরুদ্ধে। ঘরের মাঠে গোটা আইপিএল পর্ব খেলায় দলের ভালো ফলের প্রত্যাশা করছে ফ্যানেরা। ষষ্ঠ বারের জন্য ট্রফি জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর রোহিত শর্মার দল।

Scroll to load tweet…

আরও পড়ুনঃআইপিএল ২০২২ শুরুর আগেই কেকেআর দলে বড়সড় পরিবর্তন, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃআইপিএলের আগে বিয়ে করলেন ভারতীয় দলের তারকা স্পিনার, দেখুন বিয়ের অ্যালবাম

আরও পড়ুনঃসম্পূর্ণ উলঙ্গ হয়ে ক্রিকেট মাঠে মহিলাদের উদ্দাম দৌড়, দেখেছেন সেই ছবিগগুলি

এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের লিগ পর্বের সূচি:-
১. ২৭ মার্চ: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
২. ২ এপ্রিল: বনাম রাজস্থান (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৩. ৬ এপ্রিল: বনাম কলকাতা (পুণে, ৭টা ৩০)
৪. ৯ এপ্রিল: বনাম ব্যাঙ্গালোর (পুণে, ৭টা ৩০)
৫. ১৩ এপ্রিল: বনাম পঞ্জাব (পুণে, ৭টা ৩০)
৬. ১৬ এপ্রিল: বনাম লখনউ (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৭. ২১ এপ্রিল: বনাম চেন্নাই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৮. ২৪ এপ্রিল: বনাম লখনউ (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৯. ৩০ এপ্রিল: বনাম রাজস্থান (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১০. ৬ মে: বনাম গুজরাট (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
১১. ৯ মে: বনাম কলকাতা (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১২. ১২ মে: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১৩. ১৭ মে: বনাম হায়দরাবাদ (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১৪. ২১ মে: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)

এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্স দল--

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

ব্যাটসম্য়ান: রোহিত শর্মা (১৬ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), ডিওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), আনমোলপ্রীত সিং (২০ লক্ষ), রাহুল বুদ্ধি (২০ লক্ষ)

উইকেট রক্ষক: ইশান কিশান (১৫.২৫ কোটি), আরিয়ান জুয়াল (২০ লক্ষ)

অলরাউন্ডার: কায়রন পোলার্ড (৬ কোটি), এন তিলক ভার্মা (১.৭০ কোটি), সঞ্জয় যাদব (৫০ লক্ষ), জোফরা আর্চার (৮ কোটি), ড্যানিয়েল সামস (২.৬০ কোটি), টিম ডেভিড (৮.২৫ কোটি টাকা) cr), রমনদীপ সিং (২০ লক্ষ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ), হৃতিক শোকিন (২০ লক্ষ), আরশাদ খান (২০ লক্ষ), অর্জুন তেন্ডুলকার (৩০ লক্ষ)।

স্পিনার: মুরুগান অশ্বিন (১.৬০ কোটি), মায়াঙ্ক মার্কন্ডে (৬৫ লক্ষ)

পেসার: জসপ্রীত বুমরাহ (১২ কোটি), বাসিল থামপি (৩০ লক্ষ), জয়দেব উনাদকাট (১.৩০ কোটি), টাইমাল মিলস (১.৫০ কোটি), রাইলি মেরেডিথ (১ কোটি)