সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর  সুপার স্যাটার ডে-র প্রথম ম্যাচে মুখোমুখি  মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (Mumbai Indians vs Lucknow Super Ginats)। প্রথম ব্য়াট করে ১৯৯ রান করল লখনউ সুপার জায়ান্টস। সেঞ্চুরি করলেন কেএল রাহুল (KL Rahul)।
 

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জ্বলে উঠল কেএল রাহুলের (KL Rahul) ব্যাট। রাজস্থান রয়্যালসের জস বাটলারের পর আইপিএল ২০২২ (IPL 2022) -এর দ্বিতীয় সেঞ্চুরি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) অধিনায়কের ব্যাট থেকে। মুম্বই বোলারদের কার্যত একাই শাসন করল কেএল রাহুল। ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  নিয়েছিলেন রোহিত শর্মা। দুপুরের খেলায় তার সেই সিদ্ধান্তই কাল হল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। ম্য়াচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করল লখনউ সুপার জায়ান্টস। ৬০ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন কেএল রাহুল। এরপর ৩৮ রান করেন মনীশ পাণ্ডে ও ২৪ রান করেন কুইন্টন ডিকক। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জয়দেব উনাদকাট। 

 

 

টস হারলেও এদিন ব্য়াট হাতে শুরুটা দুরন্ত করেছিল লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কেএল রাহুল ও কুইন্টন ডিকক। ইনিংসের শুরু থেকেই মারকাটারি ভঙ্গিতে ব্য়াট করতে শুরু করেন দুই তারকা ক্রিকেটার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন রাহুল-ডিকক জুটি। শেষ পর্যন্ত ষষ্ঠ ওভারে দলের ৫২ রানের মাথায় প্রথম উইকেট পড়ে লখনউয়র। ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে ফ্যাবিয়াম অ্যালেনের বলে এলবিডব্লু আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান কুইন্ট ডিকক। এরপর ক্রিজে আসেন এই ম্য়াচে দলে ফের জায়গা করে নেওয়া মনীশ পাণ্ডে। কেএল রাহুলের সঙ্গে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। একদিক থেকে মনীশ পাণ্ডে ধরে খেললেও অপরদিক থেকে একের পর এক আক্রমণাতমক শট খেলে যান কেএল রাহুল । নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ৭২ রানের পার্টনারশিপ করার পর দ্বিতীয় উইকেট পড়ে। ৩৮ রান করে মুরগান অশ্বিনের বলে আউট হন মনীশ পাণ্ডে। ১২৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে লখনউয়ের।

 

 

এরপর ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্য়াটিং করার চেষ্টা করলেও করলেও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি মার্কাস স্টয়নিস। দলের ১৫৫  রানের মাথায় ব্যক্তিগত ১০ রান করে আউট হন স্টয়নিস। জয়দেব উনাদকাট উইকেট নেন অজি তারকার। এরপর দীপক হুডা যোগ দেন কেএ রাহুলের সঙ্গে। লখনউ অধিনায়ক চালিয়ে যান নিজের মারকাটারি ইনিংস। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে নিজের শতরানও পূরণ করেন তিনি। শেষ ওভারে গিয়ে আউট হন দীপক হুডা। ৪৩ রানের পার্টনারশিপ করেন কেএল রাহুলের সঙ্গে। দলের ১৯৮ রানে ব্যক্তিগত ১৫ রানে উনাদকাটের বলে আউট হন হুডা। শেষ ওভারে খুব একটা রানে আসেনি। ১৯৯ রানে থামে লখনউয়ের ইনিংস। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কেএল রাহুল। ৫টি ছয় ও ৯টি চারে সাজানো তার ইনিংস। জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ২০০।