সংক্ষিপ্ত

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএব ২০২২ (IPL 2022) । ২৭ তারিখ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তার আগে স্ত্রীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
 

গত বছর ১৫ মার্চ ক্রীড়া সঞ্চালিকা সসঞ্জনা গনেশণকে ( Sanjana Ganesan) বিয়ে করছিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপরই একাধিকবার রোমান্টিক মুডে ধরা দিয়েছেন বুমরা ও তার স্ত্রী। খেলার ফাঁকে  সময় পেলে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতেও গিয়েছিলেন বুমরা। সেই ছুটি কাটানোর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। দেখতে দেখতে কেটে গিয়েছে জসপ্রীত বুমরা ও সঞজনা গনেশণের বিয়ের এক বছর। প্রথম বিবাহ বার্ষিকী বা বিবাহ বার্ষিকীর মাস সকলের কাছেই খুব কছের ও আবেগের। এই সময়টা মনের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষের সঙ্গেই কাটাতে চান সকলে। কিন্তু বুমরা ও সঞ্জনা  দুজনেই ব্যস্ত তাদের পেশাগত জীবন নিয়ে। তাই বিয়ের প্রথম বর্ষপূর্তির মাসে স্ত্রীকে খুব মিস করছেন বুমরা।

বর্তমানে নিউজিল্য়ান্ডের মাটিতে চলছে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) । সেখানেই সঞ্চালিকার কাজে ব্যস্ত রয়েছেন সঞ্জণা গণেশন। অপরদিকে, প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন বুমরা। আর তা শেষ হতে না হতেই নিজের আইপিএল (IPL) দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে বর্তমানে অনুশীলনে ব্যস্ত রয়েছেন ভারতীয় তারকা পেসার। কিন্তু এই সব কিছুর ফাঁকেই স্ত্রী জন্য মন কেমন করে উঠেছে জসপ্রীত বুমরার। । সোশ্যাল মিডিয়া পোস্টের সাহায্যে স্ত্রী সঞ্জনাকে নিজের কাছে ফেরত ডেকেছেন বুমরাহ। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সঞ্জনা গণেশনের সঙ্গে একটি ছবি পোস্ট করে বুমরাহ ক্যাপশনে লিখেছেন,‘অনুগ্রহ করে তারাতারি ফিরে এসো। আমার ভিতরের জোকসগুলো তোমার হাসিকে মিস করছে।’ বুমরার এই আবেগঘন পোস্ট সকলের মন ছুঁয়ে গিয়েছে। নেটিজেনরা ব্যথিত বুমরা দুঃখে।

 

View post on Instagram
 

 

প্রসঙ্গত, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জসপ্রীত বুমরা। এবার নিলামের আগে যে ৪ জন ক্রিকেটারকে মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছিল তাদের মধ্যে জসপ্রীত বুমরা অন্যতম। রোহিত শর্মার দলের পেস অ্যাটাকের  সেরা অস্ত্রের নাম যে বুমরা সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ জোফ্রা আর্চারকে দলে নিলেও চোটের কারণে এই বছর খেলতে পারবেন তিনি। ফলে গুরু দায়িত্ব থাকছে বুমরার কাঁধে। মুম্বই ইন্ডিয়ান্সের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে হবে বুম বুম বুমরাকেই। ২৭ তারিখ আইিপএল ২০২২ অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্য়াচেই রোহিত শর্মার দল মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্য়াপিটালসের। জয় দিয়ে মরসুম শুরু করতে মরিয়া মুম্বই। স্ত্রীকে মিস করলেও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বুমরা।

আরও পড়ুনঃআইপিএল শুরুর আগেই জোর ধাক্কা কেকেআর শিবিরে, প্রথম ৫ ম্য়াচে পাওয়া যাবে না ২ বিদেশী তারকাকে

আরও পড়ুনঃআইপিএলের ইতিহাসে সেরা ১০ উইকেট শিকারী কোন বোলাররা, দেখে নিন তালিকা

আরও পড়ুনঃনেট দুনিয়ায় ঝড় তুলেছেন সিএসকের তারকার হট-সেক্সি বান্ধবী, চেনা আছে কী আপনার, দেখুন ছবি