সংক্ষিপ্ত
পাকিস্তানে (Pakistan)বিরাট কোহলির (Virat Kohli) ফ্যানের বিশেষ বার্তা (Special Message)। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া করাচি টেস্ট ম্য়াচ চলাকালীন পোস্টার হাতে দেখা যায় তাকে। বিরাটের প্রতি দেন আবেগঘন বার্তা।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের চেনা ছন্দে না থাকলেও, বিরাট কোহলি (Virat Kohli)যে বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্যান সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা। বিশ্ব জুড়ে তার ফ্যান-ফলোয়ার্সদের সংখ্যার অভাব নেই। এমনকী ভারতের চিরপ্রতীদ্বন্দ্বী দেশ পাকিস্তানেও বিরাট কোহলির ফ্যান সংখ্যা নেহাত কম নয়। পাকিস্তানের মাটিতে এখনও পর্যন্ত একটিও ম্য়াচ খেলেনি বিরাট কোহলি। আদৌ ফের কবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পাকিস্তান (Pakistan) সফরে যাবে তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন। আদৌ কোনও দিন যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কিন্তু বিরাট প্রেমের অভাব নেই পাকভূমিতে। এবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) করাচিতে ()দ্বিতীয় টেস্ট চলাকালীন বিরাট কোহলির প্রতি আবেগঘন এক বার্তা দিলেন পাকিস্তানের কোহলি সমর্থক।
টি২০, ওডিআই তারপর টেস্ট। একে একে ভারতীয় দলের সব ফর্ম্যাটের অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতেও বিরাট কোহলির হাতে সেঞ্চুরি নে প্রায় আড়াই বছর ধরে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ফলে সময়টা মোটেই ভালো যাচ্ছে বিরাটের। তাই বিরাটের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের এক ক্রিকেট ফ্যান। করাচিতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন পোস্টার হাতে দেখা যায় এক যুবককে। সেখানে বিরাট কোহলির প্রতি হৃদয়স্পর্শী বার্তা দিয়ে তিনি লেখেন,'প্রিয় বিরাট! আপনি সেঞ্চুরি করুন বা না করুন, আপনি সর্বদা আমার নায়ক থাকবেন।' সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যা সেই ছবি।
প্রসঙ্গত, কিছুদিন আগে পিএসএলের (PSL) মঞ্চে আরও একবার প্রমাণিত হয় প্রতীদ্বন্দ্বী দেশ হলেও সে দেশে বিরাট কোহলির ফ্যানের সংখ্যা কত। পিএসএল দেখতে আসা এক দর্শক গ্যালারিতে বিরাট কোহলির একটি বড় পোস্টার হাতে হাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাতে বিরাট ভক্তের আর্জি ছিল পাকিস্তানের মাটিতে বিরাটের শতরান দেখতে চান তিনি। সেই পোস্টারে লেখা, ‘পাকিস্তানে আমি তোমার সেঞ্চুরি দেখতে চাই।’ পিএসলের খেলা চলাকালীন একাধিকবার পোস্টার হাতে দেখা গিয়েছিল ওই ফ্যানকে। সেই ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
বর্তমানে বিরাট কোহলি বেঙ্গালুরুতে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট খেলতে ব্যস্ত রয়েছেন। দিন-রাতের পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ব্য়াট হাত বড় রান করতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাত্র ২৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।