সংক্ষিপ্ত

পাকিস্তান সামনে এল আজব দৃশ্য। ক্রিকেট স্টেডিয়ামে চলছে সবজি চাষ। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সমালোচনার সরব ক্রিকেট মহল।
 

ক্রিকেটে ১৯৯২ সালের বিশ্বজাপ জয়ী দেশ। বিশ্ব ক্রিকেটে প্রথম সারির দেশগুলির মধ্যে যাদের নাম। জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, আবদুল কাদির, শোয়েব আখতার, ইনজামাম উল হকদের মত বিশ্বমানের ক্রিকেটার উঠে এসেছে যে দেশ থেকে। সেই পাকিস্তানেরই ক্রিকেট স্টেডিয়ামে তৈরি হচ্ছে না নতুন ক্রিকেটার। পরিবর্তেন সেখানে তৈরি হচ্চে অর্থাৎ চাষ হচ্ছে সব্জি। সম্প্রতি পাকিস্তানের  পঞ্জাব প্রভিন্সের খানেওয়াল ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্য দেখে হতবাক গোটা দেশ।

বিগত বেশ কিছু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটেও পাকিস্তানের মান অনেকটাই নিম্নমুখী। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু খানেওয়াল ক্রিকেট স্টেডিয়ামের ছবি চোখের সামনে আয়নার মত পরিষ্কার করে দিয়েছে গোটা চিত্রটা। লকডাউনের সময়েই খানেওয়াল ক্রিকেট স্টেডিয়াম বদলে যায় সবজি চাষের খামারে। গোটা মাঠ জুড়ে লঙ্কা গাছের সারি। কোথাও কোথাও রয়েছে কুমড়ো গাছ। ফসলও ফলেছে বিস্তর। স্টেডিয়ামের একাংশেই চলছে লঙ্কা শুকানোর কাজ। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক তাঁর টুইটারে সেই ভিডিও তুলে ধরেন। ক্যাপশনে লেখেন,'কর্তৃপক্ষরা কোথায়? দেখুন কীভাবে একটা ক্রিকেট স্টেডিয়াম ধ্বংস হচ্ছে। কীভাবে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎের সঙ্গে খেলছে। এটা খানেওয়াল স্টেডিয়ামের দুঃখের গল্প।'

 

 

এমনিতেই লাহোরে শ্রীলঙ্কার টিমবাসে জঙ্গী হামলার কারণে দীর্ঘ দিন পাকভূমে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ বছর পাকিস্তানে ক্রিকেট ফিরলেও তা হাতে গোনা কয়েকটা স্টেডিয়ামে। তারমধ্যে করোনা পরিস্থিতি ও লকডাউন ক্রিকেটের পরিকাঠামোতে আঘাত হেনেছে। কিন্তু খানেওয়াল স্টেডিয়ামের দৃশ্য সকলকে অবাক করেছে। সমালোচনাও চলছে দেশ জুড়ে। দুঃখ প্রকাশ করেছেন খোদ শোয়েব আখতার। বোর্ডের কর্তাদের টনক নড়ে কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।

YouTube video player