সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর আরসিবির বিরুদ্ধে হারের ধাক্কা সামলে ওঠার আগেই রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেলেন সঞ্জু স্য়ামসনের দলের তারকা পেসার।
আইপিএল ২০২২-এর শুরুটা দুরন্ত করেছিল রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও দ্বিতীয় ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে সহজেই হারায় সঞ্জু স্য়ামসনের দল। কিন্তু তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে রাজস্থান দলকে। তবে দল খুব একটা খারাপ ক্রিকেট খেলেনি। বোলিং লাইনের কিছুটা ব্যর্থতার জেরেই আরসিবির বিরুদ্ধে হারতে হয়। তবে ৩টির মধ্যে ২ টি জিতে এখনও ভালো জায়গায় রয়েছে রাজস্থান শিবির। এবারের আইপিএলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি ও ভারসাম্যের বিচার করলে অন্য়ান্য সব দলের থেকে কিছুটা এগিয়ে রাখতেই হবে সঞ্জু স্যামসনের দলকে। কিন্তু তৃতীয় ম্য়াচে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও একটি দুঃসংবাদ রাজস্থান রয়্যালসের জন্য। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তারকা পেসার।
এবার আইপিএল মেগা নিলামে অনেক গুছিয়ে দল করেছে রাজস্থান রয়্যালস। প্রধান দল ছাড়াও বেঞ্চ স্ট্রেন্থও খুবই শক্তিশালী। দলে পেসার হিসেবে প্রথম একদশে ভারতীয় হিসেবে শেষ ম্য়াচে খেলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও নবগীপ সাইনি। বিদেশী পেসার হিসেবে খেলেছেন ট্রেন্ট বোল্ট। দলে রয়েছে অজি তারকা পেসার ন্য়াথান কুল্টারনাইলও। অজি তারকা পেসার চোটের কারণে বসে থাকলেও তার যোগ্য তা নিয়ে কোনও সন্দেহ নেই। ২ কোটি টাকায় তাকে নিয়েছিল আরআর। রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেন নেথান। সেই ম্যাচেই বল করার সময় পায়ের পেশিতে টান লাগে এই অজি বোলারের। মনে করা হচ্ছে তাঁর সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ লাগবে। সেই কারণেই আইপিএল ২০২২ থেকে ছিটকে গেলেন অজি তারকা পেসার। রাজস্থান নেথানকে ছেড়ে দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। রাজস্থানের ফিজিও জন গ্লস্টার বলেছেন,'খুবই দুর্ভাগ্যজনক। তুমি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তোমার যদি আমাদের প্রয়োজন হয়, তা হলে সব সময় তোমার সঙ্গে থাকব আমরা। তোমার ফিরে আসার দিকে তাকিয়ে থাকব। সেটা যখনই হোক।' দলের সকলেই ন্য়াথান কুল্টারনাইলের দ্রুত সুস্থতা কামনা করেছে।
প্রসঙ্গত, আরসিবির বিরুদ্ধে ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন জস বাটলার। এছাড়া ৪২ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার ও ৩৭ রান করেন দেবদূত পাড়িকল। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। কঠিন পরিস্থিতি থেকে শাহবাজ আহমেদ ৪৫ ও দীনেশ কার্তিক ৪৪ রানের অনবদ্য ও ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিৎ করেন। রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্য়াচ রবি বার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।