সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মঙ্গলবার মুখোমুখি রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস (RCB vs RR)। জয় ধারা ধরে রাখা লক্ষ্য সঞ্জু স্যামসনের দলের। অপরদিকে হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ফাফ ডুপ্লেসির দল। 
 

মঙ্গলবার আইপিএল ২০২২-এর মেগা ফাইটে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। পুণের মহারাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্য়াচে টস ভাগ্য সাথ দিল আরসিবির। রাতের খেলায় টস দিতে স্রোতে গা ভাসিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ব্য়াঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রাতের খেলায় শিশির সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত আরসিবির। আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অনুজ রাওয়াতের জায়গায় দলে এসেছেন রজত পাতিদার। ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থান রয়্যালস দলে দুটি পরিবর্তন করেছে। করুণ নায়ারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল ও ওবেড ম্য়াককয়ের জায়গায় দলে ফিরেছেন কুলদীপ সেন। 

 

 

এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস।  দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন জস বাটলার ও দেবদূত পাড়িকল।  বিধ্বংসী ফর্মে রয়েছেন বাটলার। মিডল অর্ডারে খেলতে দেখা যাবেসঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগ ও ড্যারেল মিচেলকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। দুরন্ত ফর্মে রয়েছেন দুজনই। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা  ও কুলদীপ সেন একজন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলছেন রজত পাতিদার। এরপর রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ  ও  ওয়ানিন্দু হাসরঙ্গা। এছাড়া থাকতে পারে সুযশ প্রভুদেশাই। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই হাসরঙ্গা ও শাহবাজ আহমেদের উপর। এছাড়া পেস অ্যাটাকে থাকছেন জস হ্যাজেলউড, হার্শল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

 

 

প্রসঙ্গত, এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে দুরন্ত ফর্মে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ব্য়াটে-বলে অনবদ্য পারফরম্যান্সের কারণে রাজস্থানকে এবার চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বর্তমানে লিগ টেবিলে ৭টির মধ্যে ৫টি ম্য়াচ জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। আজকের ম্যাচ জিততে পারলে শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকছে জস বাটলার, যুজবেন্দ্র চাহলদের কাছে। অপরদিকে প্রতিযোগিতায় ভালো ছন্দে খেললেও শেষ ম্য়াচে সানরাইজার্সের হায়দরাাদের বিরুদ্ধে ৬৮ রানে অলআউট হয়ে জোর ধাক্কা খেতে হয়েছে আরসিবিকে। বর্তমানে ৮টির মধ্যে ৫টি ম্যাচ জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্যাঙ্গালোর।  আজকের ম্য়াচে জয়ে ফিরতে মরিয়া ফাফ ডুপ্লেসির দল। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপক্ষায় ক্রিকেট প্রেমিদের।