- ফিটনেস টেস্ট পাস করেছেন রোহিত শর্মা
- সোমবার হিটম্য়ান উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়
- ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিতকে
- তারপর ফের ফিটনেস হবে ভারতীয় তারকা ক্রিকেটারের
দীর্ঘ জল্পনার পর অবশেষে ফিটনেস টেস্ট পাস করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। আইপিএলের পর দেশে ফিরে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে প্রায় একমাস ধরে নিজেকে ফিট করার প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন হিটম্যান। অবশেষে শুক্রবার এনসিএ-র পক্ষ থেকে রোহিত শর্মাকে ফিট ঘোষনা করা হয়। আর ফিট সার্টিফিকেট পাওয়াীর পরই সোমবার অস্ট্রেলিয়ার উদ্দ্যেশ্যে উড়ে যাচ্ছেন রোহিত।
তবে একাধিক সংশয় নিয়েই অস্ট্রেলিয়ার বিমানে উঠতে চলেছেন রোহিত শর্মা। কারণ অস্ট্রেলিয়ায় গেলেও টেস্ট ম্য়াচ খেলতে পারবেন কিনা রোহিত তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ অস্ট্রেলিয়ায় প্রশাসনের নিয়ম অনুযায়ী গিয়ো ১৪ দিনের কোয়ারেন্টাইনে তাকতে হবে রোহিত শর্মাকে। ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডে একাধিকবার করোনা পরীক্ষা করা হবে রোহিত শর্মার। ১৪ দিন পর আরও একবার ভারতীয় দলের ফিজিওরা হিটনম্যানের ফিটনেস টেস্ট নেবেন। সেই টেস্ট পাস করতে পারলেই রোহিতকে ম্যাচ ফিট ঘোষণা করা হবে।
এনসিএতে ফিটনেস টেস্ট পাস করার পর মেডিক্যাল টিম রোহিতের ফিটনেস দেখে খুশী তবে তাঁর এনডিওরেন্স নিয়ে এখনও পরিশ্রম করতে হবে বলে জানিয়ে দেন। বোর্ডের তরফ থেকেও রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে থাকাকালীন কি কি করতে হবে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় টেস্ট থেকে মাঠে নামতে পারেন রোহিত শর্মা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 13, 2020, 3:56 PM IST