২০ ওভারে ১৪৪ রানে ৭ উইকেটে শেষ হল আফগানিস্তানের ইনিংস।৬৬ রানে জয় পেল ভারত।
- Home
- Sports
- Cricket
- T20 WC 2021, IND vs AFG, Live - জয়ে ফিরল টিম ইন্ডিয়া, ৬৬ রানের আফগানিস্তানকে হারাল বিরাট ব্রিগেড
T20 WC 2021, IND vs AFG, Live - জয়ে ফিরল টিম ইন্ডিয়া, ৬৬ রানের আফগানিস্তানকে হারাল বিরাট ব্রিগেড
বুধবারই, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকার লক্ষ্যে আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি হচ্ছে ভারত (India)। বিরাট কোহলিদের (Virat Kohli) নকআউট পর্বে যাওয়াটা এখন আর তাদের নিজেদের হাতে নেই। তবে প্রাথমিক শর্ত হল, নিজেদের ম্যাচগুলি বড় ব্যবধানে জেতা। আর, তারই প্রথম পরীক্ষা হতে চলেছে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ম্যাচের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
৩৫ রান করে আউট হলেন মহম্মদ নবি। রাশিদ খান আউট হলেন শূন্য রানে। দুটি উইকেট নিলেন শামি। ১৯ ওভার শেষে ১৩০ রানে ৭ উইকেট আফগানিস্তান।
১৭ ওভার শেষে আফগানিস্তান ১০৯, ৫ উইকেটে।
১৫ ওভার শেষে ৫উইকেটে ৯০ আফগানিস্তান।
নাজিবুল্লাহ জার্ডানকে বোল্ড করলেন অশ্বিন। ১১ রান করলেন তিনি। ১২ ওভার শেষে আফগানিস্তান ৭০ রানে ৫ উইকেট।
১০ ওভার শেষে চাপে আফগানিস্তান। স্কোর ৪ উইকেটে ৬১।
দলে ফিরেই উইকেট নিলেন অশ্বিন। ১৮ রান করে আউট হলেন গুলবদিন নইব।
৮ ওভার শেষে আফগানিস্তান ৩ উইকেটেকর বিনিময়ে ৫১ রান।
রবীন্দ্র জাদেজার সপ্তম ওভারে ১৯ রান করে আউট হলেন গুরবাজ।
পাওয়ার প্লেতে ২ ুইকেটট হারালেও ভালো ব্য়াটিং আফগানদের।৬ ওভার শেষে আফগানিস্তান ৪৭।
পঞ্চম ওভারে শামি দিলেন ২১ রান। আফগানিস্তান ২ উইকেটে ৩৮।
দ্বিতীয় ও তৃতীয় ওভারে পরপর দুটি উইকেট পড়ল আফগানিস্তানের। আউট হলেন জাজাই, শাহজাদ।
রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে আফগানিস্তান ৫।
২২ বলে ৬৩ রানের পার্টনারশিপ করল হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। ২০ ওভার শেষে ভারত ২ উইকেটে ২১০ রান।
ঝোড়ো ইনিংস খেলছেন হার্দিক ও পন্থ। ১৯ ওভার শেষে ২ উইকেটে ১৯৪ ভারত।
১৭ তম ওভারের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকালেন পন্থ। ১৭ ওভারে ভবারত ২ উইকেটে ১৬০।
৪৮ বলে ৬৯ রান করে আউট হলেন কেএল রাহুল।
১৫ ওভার শেষে ভারত এক উইকেটে ১৪২।
১৪০ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ল ভারতের। ৪৭ বলে ৭৪ রান করে আউট হলেন রোহিত শর্মা । করিম জানাতের বলে আউট হলেন তিনি।
কেএল রাহুল পূরণকরলেন অর্ধশতরান। ৩৫ বলে পূরণ করলেন তিনি।