সংক্ষিপ্ত
IPL 2025, PBKS vs RR: এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ (IPL 2025) পাঞ্জাব কিংসের (Punjab Kings) রেকর্ড অসাধারণ। তবে শনিবারের ম্যাচে লড়াই করছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
IPL 2025, Punjab Kings vs Rajasthan Royals: এবারের আইপিএল-এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ওপেনিং জুটি নিয়ে সমস্যা মিটল। শনিবার চণ্ডীগড়ে (Chandigarh) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ফর্মে ফিরলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। একইসঙ্গে ফর্মে ফিরলেন অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এই দুই ব্যাটারের ভালো পারফরম্যান্সের ফলে ইনিংসের শুরুটা ভালোভাবে হল। তারপর মিডল অর্ডারে রিয়ান পরাগও (Riyan Parag) ভালো পারফরম্যান্স দেখালে। এর ফলে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে লড়াই করার মতো স্কোর করল রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বোলাররা ঘরের মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ফিরে পেতে হলে শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) দুর্দান্ত ব্যাটিং করতে হবে।
যশস্বীর দুর্দান্ত অর্ধশতরান
এবারের আইপিএল-এ বড় রান পাচ্ছিলেন না যশস্বী। তবে শনিবার ৪৫ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেললেন। তাঁর ইনিংসে তিনটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার-বাউন্ডারি ছিল। সঞ্জুও ভালো ব্যাটিং করলেন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক ২৬ বলে ৩৮ রান করেন। তিনি ৬টি বাউন্ডারি মারেন। নীতীশ রানা (Nitish Rana) খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ৭ বলে ১২ রান করেন। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ১২ বলে ২০ রান করেন। রিয়ান ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৪ উইকেটে ২০৫ রান করল রাজস্থান রয়্যালস।
ঘরের মাঠে চাপে পাঞ্জাব কিংস
এদিন টসে জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাটিং করতে পাঠান শ্রেয়াস। কিন্তু তাঁর দলের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারলেন না। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন লকি ফার্গুসন। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।