সংক্ষিপ্ত
Chennai Super Kings vs Delhi Capitals: শনিবার আইপিএল-এ (IPL 2025) আরও এক ম্যাচে হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
MS Dhoni's parents: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি আইপিএল (IPL 2025) থেকে অবসর নিচ্ছেন? শনিবার ভারতীয় ক্রিকেট মহলে হঠাৎই এই জল্পনা জোরদার হয়েছে। কারণ, এদিন দুপুরে চিপকে (MA Chidambaram Stadium) প্রথমবার আইপিএল-এর কোনও ম্যাচ দেখতে হাজির হন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তির বাবা পান সিং ধোনি (Pan Singh Dhoni) এবং মা দেবকী দেবী (Devaki Devi)। এদিন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সিএসকে-র ম্যাচ ছিল। সেই ম্যাচ দেখতে হাজির হন ধোনির বাবা-মা। তাঁদের সঙ্গে ছিল নাতনি জিভা। ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনিও ম্যাচ দেখতে গিয়েছিলেন। ধোনির পরিবারকে গ্যালারিতে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন চিপকের দর্শকরা। সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও ধোনির বাবা-মায়ের ছবি শেয়ার করা হয়েছে।
বাবা-মায়ের সামনে খারাপ পারফরম্যান্স ধোনির
এদিন শোনা যাচ্ছিল বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে কনুইয়ে চোট পাওয়ায় সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) অনিশ্চিত। সেক্ষেত্রে সিএসকে-র নেতৃত্বে ফিরতে পারেন ধোনি। তবে শেষপর্যন্ত রুতুরাজই টস করতে নামেন। ফলে বাবা-মায়ের সামনে দলকে নেতৃত্ব দেওয়া হল না। ভালো ব্যাটিংও করতে পারলেন না ধোনি। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সিএসকে কিংবদন্তি। তিনি দলের প্রয়োজনের সময় রানের গতি বাড়াতে পারেননি। দলকে জেতানোর চেষ্টা করছেন বলেও মনে হয়নি।
সেরা সময় পেরিয়ে এসেছেন ধোনি
এবারের আইপিএল-এ উইকেটকিপার হিসেবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ধোনি। কিন্তু ব্যাটিংয়ে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফিনিশার হিসেবে ধোনির খ্যাতি আছে। কিন্তু এখন আর লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারছেন না ধোনি। তিনি বড় শট খেলতে পারছেন না। ফলে এবারের আইপিএল-এর পরেই এই কিংবদন্তি অবসর নিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।