সংক্ষিপ্ত
হঠাৎ ভিনসেন্ট ভ্যান গঘ কেন। কেনই বা বকুল বাগানের এবারের থিম সেই বিখ্যাত স্টারি নাইট? এই থিম বেছে নেওয়ার পিছনে রয়েছে এক গৌরব। সেটা অবশ্যই বাংলার গৌরব, বাংলার সম্মান।
বিশ্বমঞ্চে সর্বকালীন সেরা চিত্রকারদের তালিকায় প্রথম সারিতেই থাকে ভিনসেন্ট ভ্যান গঘের নাম। জীবদ্দশায় সেভাবে গুরুত্ব না পেলেও, মৃত্যুর পরে গোটা বিশ্বজুড়েই সমাদৃত হয়েছে হয়েছে ভ্যান গঘের কাজ। বিশেষত তাঁর আঁকা ‘স্টারি নাইট’ ছবিটি আজকের দিনে বিশ্বের অন্যতম জনপ্রিয়তা শিল্পকর্ম। তবে ফ্রান্সের প্রান্তিক অঞ্চলে অবস্থিত অ্যাসাইলামের ছোট্ট ঘরে বসে আঁকা এই ছবিটার মান অবাক করে শিল্পরসিক মানুষদের।
সেই স্টারি নাইটের ঝলক এবার শহর কলকাতায়। শিল্পী সনাতন দিন্দার হাত ধরে বকুল বাগান সার্বজনীন শ্রদ্ধা নিবেদন করছে সেই মহান ছবি আঁকিয়েকে। কিন্তু হঠাৎ ভিনসেন্ট ভ্যান গঘ কেন। কেনই বা বকুল বাগানের এবারের থিম সেই বিখ্যাত স্টারি নাইট? এই থিম বেছে নেওয়ার পিছনে রয়েছে এক গৌরব। সেটা অবশ্যই বাংলার গৌরব, বাংলার সম্মান।
২০২২-এর দুর্গাপুজোয় ‘সিটি অফ জয়’ কলকাতার মুকুটে নয়া পালক ইউনেস্কোর হেরিটেজ উৎসবের সম্মান। এই সম্মান পেয়ে উদ্ভাসিত সারা বাংলা। গত বছরের ডিসেম্বরে প্যারিসে আন্তঃসরকার কমিটির ১৬ তম অধিবেশনে 'কলকাতা দুর্গা পূজা' আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল। সেই স্বীকৃতি যেমন আন্তর্জাতিক মানের, তেমনই বকুল বাগান চায় তাঁদের থিমও হয়ে উঠুক বিশ্বমানের। বিশ্ব মঞ্চে খ্যাতি তখনই তো বাড়বে।
শিল্পী সনাতন দিন্দার হাত ধরে সেই কাজই চলছে বকুল বাগানে। গত তিন বছর করোনার কবলে সারা বিশ্ব জর্জরিত। এই বছর কোথাও তাই একটু হলেও স্বস্তির শ্বাস পেয়েছে শহর কলকাতা। কারণ সেই অর্থে করোনার প্রকোপ যেমন নেই, তেমনই ভ্যাকসিনকে হাতিয়ার করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মনে বল পেয়েছে মানুষ। গত তিন বছরের শুধু হারানোর যন্ত্রণা ভুলে ২০২২ সালের দুর্গোৎসব মহামিলন ক্ষেত্র হয়ে উঠুক, চাইছেন পুজো উদ্যোক্তারা। তবে অবশ্যই বিধি মেনে, সাবধানতা অবলম্বন করে। তবে সর্বাঙ্গীণ সার্থক হবে মায়ের আরাধনা। সেই লক্ষ্যেই পুজো প্রস্তুতিতে ব্যস্ত বকুল বাগান পুজো কমিটি।