যুক্তরাজ্যের স্লাও শহরে ‘আড্ডা’-র দুর্গাপুজোতে 'রঞ্জনা' থেকে 'বেলা বোস', গাইলেন অঞ্জন দত্ত
Oct 09 2022, 12:52 PM ISTনীল দত্ত, অমিত দত্ত কে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের স্লাও শহরে ‘আড্ডা’-র দুর্গাপুজোতে গান গাইলেন অঞ্জন দত্ত, এছাড়াও তিনি নেদারল্যান্ডসের আমস্টারডামেও গান গাইলেন, রঞ্জনা থেকে বেলা বোস, একের পর এক গানে মাতালেন দর্শক দের |