সংক্ষিপ্ত
- শুরু হয়ে গিয়েছে ভোট গণনা।
- এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ।
- দেখে নেওয়া, এই মুহূর্তে পোস্টাল ব্যালট অনুযায়ী, কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে-
শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ। দেখে নেওয়া, এই মুহূর্তে পোস্টাল ব্যালট অনুযায়ী, কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে-
পশ্চিম দিল্লি- বিজেপি এই মুহূর্তে ৪০০০ ভোটে এগিয়ে ।
সেন্ট্রাল চেন্নাই- ডিএমকে প্রার্থী দয়ানিধি মারন এগিয়ে এই কেন্দ্রে।
কর্ণাটকের বিজয়পুরা- বিজেপি প্রার্থী জিয়াগঞ্জি ৮০০০ ভোটে এগিয়ে।
মালদহ উত্তর (পশ্চিমবঙ্গ)- এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর।
কেরলের ওয়ানা- ১০,৯১০ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস।
কর্ণাটকের চিক্কামাগলরু- এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শোভা করন্দলাজে।
আমেঠি- এই গুরুত্বপূর্ণ স্থানে রাহুল গান্ধীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপির স্মৃতি ইরানি।
ভোপালে কংগ্রেসের দিগ্বীজয় সিংকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।
দক্ষিণ বেঙ্গালুরুতে এগিয়ে বিজেপির তেজস্বী সূর্য।
উত্তর-পশ্চিম ও পূর্ব দিল্লি থেকে এগিয়ে যথাক্রমে বিজেপির হংস রাজ ও গৌতম গম্ভীর।
বিহারের বেগুসরাই- বাম প্রার্থী কানহাইয়া কুমারকে পিছিয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং।
হিমাচল হমিপুরে এগিয়ে বিজেপির অনুরাগ ঠাকুর।
তামিলনাড়ুর ২৯ টি কেন্দ্রে ডিএমকে এগিয়ে।