সংক্ষিপ্ত

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা। ভোট প্রাপ্তির শতাংশ হারে পশ্চিমবঙ্গে তৃণমূলকে প্রায় ছুঁয়ে ফেলল বিজেপি।

 

পশ্চিমবঙ্গে একেবারে সমানে সমানে টক্কর চলছে বিজেপও তৃণমূলের। চতুর্থ রাউন্ডের গণনা চলাকালীন, এখনও পর্যন্ত ৪২টি আসনের মধ্যে ২১টি আসনে এগিয়ে টিএমসি। আর ১৯ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। আর ২টি আসনে এগিয়ে কংগ্রেস। বামফ্রন্ট এখনও কোথাও এগিয়ে নেই।

তবে শুধু আসন নয়, ভোট প্রাপ্তির শতাংশ হারেও সমানে সমানে টক্কর চলছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট প্রাপ্তির যে চিত্র উঠে শেছে, তাতে তৃণমূল ভোট পেয়েছে ৪৫ শতাংশের মতো। আর বিজেপির পেয়েছে ৪৩.৫ শতাংশ। বামেরা গত নির্বাচনে ভোট
পেয়েছিলেন ৩০ শতাংশের মতো। তাদের এখনও পর্যন্ত ভোট প্রাপ্তির হার ৭ শতাংশ। আর কংগ্রেস ২টি আসনে এখনও এগিয়ে থাকলেও তাদের ভোট প্রাপ্তি মাত্র ১.২৯।