সংক্ষিপ্ত
- শেষ দফায় কি তাহলে যুযুধান সব পক্ষের শত্রু হয়ে দাঁড়াবে ইভিএমই!
- প্রমাদ গুণছেন ভোটার থেকে রাজনৈতিক নেতা সকলে।
সকাল থেকেই খেল দেখাচ্ছে রোদ। তাকে উপেক্ষা করে যে স্বতস্ফূর্ত ভোট দেবে সাধারণ মানুষ তারও উপায় রাখছে না ইভিএম। রাজ্যের সপ্তম তথা শেষ দফা ভোটগ্রহণের দ্বিতীয় ঘণ্টায় জায়গায় জায়গায় 'ভিলেন' হয়ে দাঁড়াচ্ছে ইভিএম। প্রমাদ গুণছে সব পক্ষ।
শেষ দফায় পশ্চিমবঙ্গে তিন জেলায়, নয়টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই ইভিএম বিভ্রাটের খবর আসতে শুরু করেছে বিভিন্ন কেন্দ্র থেকে।
দেখে নেওয়া যাক কোথায় কোথায় ভোগাচ্ছে ইভিএম:
- সাউথ সিটি কলেজে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে।
- রাজবিহারী দক্ষিণ কলকাতার অঞ্চলের বেশ কয়েকটি বুথের ইভিএম বিভ্রাট।
- খড়দহের বন্দিপুর অঞ্চলের ৮ নম্বর বুথে বিভ্রাট।
- যাদবপুরে বেশ কিছু ইভিএম বিভ্রাট।
- বেহালার ঋষি রাজনারায়ান স্কুলে একটি বুথে ইভিএম কাজ করছে না।
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইভিএম বিকল হওয়ার খবর মিলেছে।
যাদবপুরের অক্সফোর্ড হাউজ স্কুল ভোটগ্রহণ কেন্দ্রের এক ভোটদাতা স্মিতা খাটোর জানালেন, "নাজেহাল হয়ে ফিরে এসেছি। ইভিএম কাজ করছে না, লাইন বাড়ছে। বেলা বা়ড়লে আবার যাব।"
শেষ দফায় কি তাহলে যুযুধান সব পক্ষের শত্রু হয়ে দাঁড়াবে ইভিএমই! প্রমাদ গুণছেন ভোটার থেকে রাজনৈতিক নেতা সকলে।