সংক্ষিপ্ত

  • এ যাবৎ  সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
  •  আর সবচেয়ে কম দিল্লিতে।

সাত রাজ্যে মোট ৫৯ টি আসনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। এদিন ভোটগ্রহণ হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার,ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে।

মোট ৯৭৯ জন প্রতিনিধির ভাগ্য নির্ধারণকারী এই লোকসভা ভোটের ৮ টি করে সিট রয়েছে বাংলায়, বিহারে, মধ্যপ্রদেশে, সাতটি সিট রয়েছে দিল্লিতে, চারটি সিট রয়েছে ঝাড়খণ্ডে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।  

দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ২৫.১‌ত শতাংশ।  এ যাবৎ  সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।  আর সবচেয়ে কম দিল্লিতে।

কোথায় কত ভোট পড়ল

মধ্যপ্রদেশ‌
সকাল এগারোটা পর্যন্ত মধ্যপ্রদেশে ২০.৯৩ শতাংশ ভোট পড়েছে। মদ্যপ্রদেশে আটটি আসনে চলছে ভোটগ্রহণ। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে।

পশ্চিমবঙ্গ

ষষ্ঠ দফার শুরু থেকেই তুলকালাম চললেও পশ্চিমবঙ্গেই কিন্তু ভোটদানের হার সবচেয়ে বেশি। সকাল নটায় সংবাদসংস্থা সূত্রে জানা যায় ভোট পড়েছথে মোট ১৬.৬৬ শতাংশ। বেলা বাড়তেই বেড়েছে ভোটদান। সর্বশেষ পাওয়া খবরে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৩৮.২৬ শতাংশ।

দিল্লি

হাই ভোল্টেজ ভোট অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। একদিকে যেমন রয়েছে অতিশী মারলেনা-গৌতম গম্ভীরের মতো যুযুধান প্রার্থী, তেমনই রয়েছে প্রিয়ঙ্কা গাঁধী, বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মতো ভোটার। তবে ভোটদানের হার দিল্লিতেই সর্বনিম্ন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লিতে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৫৫ শতাংশ


উত্তরপ্রদেশে  দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৭৫ শতাংশ। বিহারে ২০.৭০ শতাংশ ও ঝা়ড়খণ্ডে ৩১.২৭ শতাংশ।