সংক্ষিপ্ত
- অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় চলল তাণ্ডব।
- ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।
- মূর্তি ভাঙার প্রতিবাদে নিজের প্রোফাইল পিকচার বদলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় চলল তাণ্ডব। ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। মূর্তি ভাঙার প্রতিবাদে নিজের প্রোফাইল পিকচার বদলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
ফেসবুক ও টুইটার দুই জায়গাতেই প্রোফাইল পিকচার বদলে ফেলেন মুখ্যমন্ত্রী। নিজের ছবির পরিবর্তে রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। মুখ্য়মন্ত্রীকে অনুসরণ করে এর পরে অন্যান্য তৃণমূল নেতারাও নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেন। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার পেজের প্রোফাইল পিকচারও বদল করা হয়।
শুধু নেতামন্ত্রীরাই নয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ও শহরে এমন নৈরাজ্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরাও। কেউ দাবি করেন ঘটনার জন্য দায়ী তৃণমূল। আবার কেউ বিজেপির উপরে ক্ষোভ উগরে দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার অমিক শাহের রোড শো ঘিরেই বিদ্যাসাগর কলেজে ভাঙচুর চলে। অভিযোগ রোড শো থেকেই বিজেপি কর্মী সমর্থকরা কলেজ লক্ষ্য করছে ইট পাথর ছুড়ছিল। তার মধ্য়েই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুড়িয়ে দেয় তারা। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরাই রোড শোয়ে বাইরে থেকে ইট পাথর ছুড়ছিল।
শেষ দফার আগে কলকাতায় এই ঘটনা ভোটের উপরে কী প্রভাবে ফেলবে, তা সময়ই বলতে পারবে।