গোলমাল-এ জড়ালেন অজয়-রোহিত খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন পরিচালক এর আগেও গোলমাল-এর সাক্ষী থেকেছেন দর্শক শীঘ্রই শুরু হবে ছুটির কাজ

বলিউড জুরে একাধিক গোলমাল। তবে উৎপল দত্তের গোলমাল-এর কামালই ছিল ভিন্ন। তাঁর অভিনয়ের জাদুতে ও দমফাটা হাসির চিত্রনাট্যে এক কথায় কূপোকাত ছিলেন দর্শকেরা। সেই ছবিরই রিমেক যখন মুক্তি পেয়েছিল তা মোটেই মানুষের মনে জায়গা করে নিতে পারেনি। 

সেই স্থানই দখল করেছিলেন রোহিত শেট্টি। মূলত এই ছবির মধ্যে দিয়েই সকলের নজর কেড়েছিলেন রোহিত। মজার চিত্রনাট্যের জেরে সকলের মন ছুঁয়েছিল গোলমাল আনলিমিডেট। সেই ছবিরই একের পর এক সিক্যুয়েল নিয়ে হাজির হয়েছিলেন রোহিত শেট্টি। এবার পালা পরবর্তী অধ্যায়ের। সেই সূত্রেই আবারও এক হলেন অজয়-রোহিত। 

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় খুশি দর্শকেরা। এই ছবির সিক্যুয়েল যতবারই প্রকাশ্যে এসেছে, ততবারই তা বক্স অফিসে নজির গড়েছে। এবার আসতে চলেছে গোলমাল পাইভ ছবি। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। বর্তমানে অজয় দেবগণ ব্যস্ত তাঁর তানাজি ছবির কাজ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন অজয় দেবগণ।