সংক্ষিপ্ত

  • ২০০১ সালে মুক্তি পেয়েছিল 'দিল চাহতা হ্যায়'
  • মানুষের মনে এখনও থেকে গিয়েছে 'দিল চাহতা হ্যায়'-এর রেশ
  • ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অক্ষয় খান্না
  • এবার কবে আসবে 'দিল চাহতা হ্যায়' ছবির সিক্যুয়েল, তা নিয়েই জল্পনা  

সালটা ২০০১, মুক্তি পেয়েছিল 'দিল চাহতা হ্যায়'। মাঝে কেটে গিয়েছে এতগুলো বছর। তবুও আজও মানুষের মনে রয়ে গিয়েছে 'দিল চাহতা হ্যায়'-এ ছবির সেই রেশ। তিন বন্ধুর গল্প সাড়া ফেলেছিল সবার মনেই। সকলে এবার অপেক্ষায় 'দিল চাহতা হ্যায়' সিক্যুয়েল নিয়ে। তবে এবার হয়তো প্রতীক্ষার অবসান হতে চলেছে। অক্ষয় খান্নার কথায় কিছুটা তার আঁচ পাওয়া গিয়েছে।

'দিল চাহতা হ্যায়' ছবিটিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অক্ষয় খান্না। তিন বন্ধুর মধ্যে অক্ষয় ছিলেন একজন, বাকি দুজন আমির খান ও সইফ আলি খান। তিনজনেই তখন ছিলেন  যুবক। এখন বয়স প্রায় অনেকটাই বেড়েছে সকলের। এছাড়া ছবিতে ছিলেন প্রীতি জিন্টা, সোনালী কুলকার্ণি, ডিম্পল কাপাডিয়া। শোনা গিয়েছে এই তিনজনের বয়স ৫০ পেরোলেই নাকি তৈরি হবে 'দিল চাহতা হ্যায়'-এর সিক্যুয়েল। আমির ইতিমধ্যেই ৫০ পেরিয়েছেন। সইফের আর এক বছর বাকি। তবে অক্ষয় খান্নার পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছতে বাকি এখনও ছয় বছর। অক্ষয় নাকি ফারহান আখতারকে বলেছেন যতদিন না তাঁরা তিনজন ৫০ পেরোচ্ছেন ততদিন অবধি যেন ছবির সিক্যুয়েল বানানো না হয়। ১০-১৫ বছরের মধ্যে বানানো সিক্যুয়েলে ততটা উত্তেজনা থাকে না। উত্তেজনা তখনই থাকবে যখন তাঁরা তিনজনেই ৫০ পেরিয়ে যাওয়ার পরে ছবির সিক্যুয়েল বানানো হবে। 

প্রসঙ্গত অক্ষয় খান্না অভিনীত ছবি ‘সেকশন ৩৭৫’ খুব শীঘ্রই মুক্তি পাবে। ছবিতে আইনজীবির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন রিচা চাড্ডা। দেশে ক্রমাগত ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা নিয়ে তৈরি এই ছবি। এই ছবি পরিচালনা করেছেন অজয় বহেল।