কবে বিয়ে আলিয়া-রণবীরের জল্পনা তুঙ্গে সম্প্রতি কুষ্ঠি গেল জ্যোতিষীর কাছে বিচার করে সম্ভাব্য বিয়ের সময় জানালেন তিনি খবর প্রকাশ্যে আসতেই দিনগোনা শুরু

কবে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, সেই নিয়েই বর্তমানে বিটাউনে গুজব তুঙ্গে। বেশ কয়েকবছর ধরেই সম্পর্কে জড়িয়ে রয়েছেন আলিয়া-রণবীর। একাধিক প্রেমপর্ব সেরে অবশেষে রণবীর স্থিত হয়েছিলেন আলিয়া ভাটের কাছে। মন দেওয়া নেওয়ার পর্ব সেরেছিলেন বছর কয়েক আগেই। 

বর্তমানে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দুই তারকা। এই জুটিকে নিয়ে ছবি করতে চান একাধিক পরিচালক। কিন্তু ব্রহ্মাস্ত্র ছবির সাফল্যের কথা মাথায় রেখেই অন্য কোনও ছবিতে এই মুহুর্তে চুক্তি বদ্ধ হননি এই দুই তারকা। সম্প্রতি ছবির কাজে মানালি-তে হাজির হয়েছিলেন আলিয়া-রণবীর। সেখানেই রোম্যান্টিক গানের দৃশ্যে ধরা দিলেন তাঁরা। 

View post on Instagram

তবে পর্দায় নয়, বাস্তবেই এই জুটিকে একই সঙ্গে ছাতনা তলায় দেখতে চান ভক্তরা। তবে কবে বিয়ে করছে এই জুটি তা এখনও রহস্য। এমনই পরিস্থিতিতে এক জ্যোতিষী তাঁদের কুষ্ঠি বিচার করে জানান, তাঁদের গ্রহ-নক্ষত্র অনুযায়ী ২০২০ সালেই বিয়ের সম্ভাবনা সর্বাধিক। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের দিন গোনা শুরু। এখন দেখার, এই জুটি কবে বিয়ের পিঁড়িতে বসে।