বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার পর মধুমিতার মুখে এখন শুধুই হাসি আর উত্তেজনা। বাগদান হওয়ার পর থেকেই তাঁর মনে তৈরি হয়েছে এক আলাদা অনুভূতি। তিনি বলছেন, এখন দেবমাল্যকে আরও বেশি করে নিজের মনে হচ্ছে, যেন সে পুরোপুরি তাঁর হয়ে গেছে।
এই মুহূর্তে মধুমিতা ব্যস্ত রয়েছেন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়ে। প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা কাজের মাঝেই তাঁকে নিজের বিয়ের প্রস্তুতি সামলাতে হচ্ছে। ধারাবাহিকটি নতুন শুরু হওয়ায় খুব বেশি ছুটি নেওয়ার সুযোগ নেই। তাই শুটিংয়ের ফাঁকেই কেনাকাটা, পরিকল্পনা ও অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।
মধুমিতা জানিয়েছেন, সব জায়গায় নিজে উপস্থিত থাকতে না পারলেও দেবমাল্য ও তাঁর পরিবার পুরো বিষয়টায় পাশে রয়েছেন। পোশাক থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনায় তাঁরা অনেক সাহায্য করছেন। বন্ধুরাও ভিডিও কলে মতামত দিয়ে সহযোগিতা করছেন। আগামী ২৩ জানুয়ারি তাঁদের বিয়ে। তবে কাজের চাপ থাকার কারণে এখনই মধুচন্দ্রিমায় যাওয়া সম্ভব হচ্ছে না। বিয়ের পর এক-দেড় মাস সময় বের করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সব মিলিয়ে ব্যস্ততার মাঝেও জীবনের নতুন অধ্যায় নিয়ে ভীষণ খুশি মধুমিতা। প্রেম, দায়িত্ব আর কাজ— তিনটাকেই একসঙ্গে সামলে এগিয়ে যেতে চাইছেন তিনি।

