সংক্ষিপ্ত

  • শোকের ছায়া বচ্চন পরিবারে
  • প্রয়াত রাজকাপুরের মেয়ে
  • শেষকৃত্যে সামিল বিগ বি ঐশ্বর্য
  • সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অমিতাভ 

মঙ্গলবার কাপুর পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর মুখ থেকে ভাই ফিরলেও দিদি-র ফেরা হল না। বেশ কয়েকবছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন রাজকাপুর কন্যা ঋতু কাপুর নন্দা। শারীরিক অসুস্থতার খবর সেভাবে প্রকাশ্যে উঠে আসেনি। মঙ্গলবার সকালেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মুহূর্তে শোকের ছায়া পড়ে কাপুর পরিবারে। 

আরও পড়ুনঃ চোখে কাজল কপালে বড় লাল টিপ, নয়া রূপে আত্মপ্রকাশ আলিয়ার

 

 

কাপুর পরিবারের পাশাপাশি বচ্চন পরিবারেও নেমে আশে শোক। অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে। ২০১৯ সালেই মারা গিয়েছিলেন নিখিলের বাবা। এবার মৃত্যু হল ঋতু নন্দা কাপুরের। খবর পাওয়া মাত্রই মেয়ের কাছে ছুঁটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন ঐশ্বর্য রায়।

 

 

মঙ্গলবারই বেলা দেড়টা নাগাত দিল্লির লোধি রোড মহাশশ্মানে দাহ করা হয় রাজকাপুরের বড় মেয়েকে। এদিন রাতেই বাড়ি ফিরে আবেগঘন পোস্ট করেন অমিতাভ বচ্চন। লেখেন- ঋতু ছিলেন আদর্শ মেয়ে, আদর্শ বোন, আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ শাশুড়ি, আদর্শ বেয়ান এবং অবশ্যই আদর্শ এক বন্ধু। সঙ্গে তাঁর আত্মর প্রতি শান্তি কামনাও করেন তিনি।