বি-টাউনে রেট্রো পার্টি নব্বইয়ের দশকের লুকে ধরা দিলেন তারকারা কার পরণে কোন চরিত্রের পোশাক দেখুন কিছু ছবি

মঙ্গলবার বিটাউনে অনবদ্য পার্টি। থিম নব্বইয়ের দশকের বলিউড। একের পর এক তারকাদের লুকে ধরা দিলেন জাহ্নবী কাপুর, গৌরি খান, করণ জোহার সহ আরও অনেকেই। চোখ ধাধানো এই পার্টির কেন্দ্রে ছিলেন বি-টাউনের প্রথম সারির তারকারাই। তবে শাহরুখের সিনেমার স্ত্রীর চরিত্রে গৌরিকে দেখে মুগ্ধ হলেন অনেকেই। 

View post on Instagram

নব্বইয়ের দশকে সেরা ছবির মধ্যে অন্যতম হল কুছ কুছ হোতা হ্যায়। সেই ছবিরই তিন মূল চরিত্র হল টিনা, অঞ্জলি ও রাহুল। সেই লুকেই এবার ধরা দিলেন, গৌরি খান, করণ জোহার ও কাজাল আনন্দ। পেছনে শাহরুখের ছবি, সামনে আইকনিক পোজ দিয়ে দাঁড়িয়ে রেয়েছেন তিন স্টার। কেবল তাঁরাই নয়, সঙ্গে হাজির ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, নেহা ধুপিয়া প্রমুখেরা। 

View post on Instagram

পার্টিতে মঙ্গলবার হট লুকে ধারা দিলেন জাহ্নবী কাপুর। টিপ টিপ বর্ষা পানি-র লুকে এদিন পার্টিতে হাজির হলেন জাহ্নবী কাপুর। পরণে ছিল হলুদ শাড়ি। রাজ ও সিমরানের লুকে এদিন পার্টিতে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া। পার্টিতে উপস্থিত ছিলেন বি-টাউনের আরও রথিমহারথিরা। তাঁদেরও লুকে ধার দিল