Asianet News BanglaAsianet News Bangla

নিক-প্রিয়ঙ্কার কোলে সদ্যজাত শিশু, প্রথম বিবাহ বার্ষিকীতে নেট দুনিয়ায় ভাইরাল ছবি

  • প্রথম বিবাহ বার্ষিকী নিক-প্রিয়ঙ্কার
  • বিয়ের একবছরের মাথায় প্রকাশ্যে এল সন্তানের ছবি
  • মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
  • সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নিকের
baby picture viral of Nick jonas and priyanka chopra
Author
Kolkata, First Published Dec 3, 2019, 2:54 PM IST

বিয়ের পরই এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক হয়েছিলেন দীপিকা পাদুকোন। তাঁকে প্রকাশ্যেই প্রশ্ন করা হয়েছিলন সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনা রয়েছে কী না। প্রকাশ্যেই দীপিকা জানিয়েছিলেন এই কয়েকটা প্রশ্নের বাইরে কী বেরনো সম্ভব নয়! প্রেম, কবে বিয়ে, সন্তান পরিকল্পনা...। কোথাও যেন তারকাদের নিয়ে এই প্রশ্নই ভক্তদের মনে দেখা দেয় বেশি করে।

 

 

তেমনটাই ঘটল এবার প্রিয়ঙ্কার ক্ষেত্রে। সাত পাকে বাঁধা পড়েছেন তিনি পনিকের সঙ্গে এক বছর হল। বছর ঘুরতে না ঘুরতেই প্রকাশ্যে এল তাঁদের সন্তানের ছবি। কিন্তু ছবিটিকে ভালো করে দেখলে বোঝা যাবে যে এই ছবিটিকে ফোটোশপ করে বানানো হয়েছে। সম্প্রতি এভাবেই ভাইরাল হয়েছিলেন আলিয়া-রণবীরের বিয়ের ছবি। 

 

 

অন্যদিকে এই সকল গুজবে কান না দিয়ে প্রকাশ্যেই আবেগঘন পোস্ট করলেন নিক। সেখানে লিখলেন সাত জন্মও কম পড়বে তাঁর প্রিয়ঙ্কার সঙ্গে কাটাতে। এই জুটির মধ্যের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল বহু। তাকে বুড়ো আঙুল দেখিয়েই এবার প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা জাহির করলেন নিক জোনাস। 

Follow Us:
Download App:
  • android
  • ios