বাংলা ছবি দোস্তজী, ঝুলিতে ৮টি আন্তর্জাতিক সম্মান নিয়ে মুক্তি পেল প্রসূন চট্টোপাধ্যায়ের প্রথম ছবি

দোস্তোজী-র গল্প আসলে দুই বালকের। তাঁদের বন্ধুত্ব, তাঁদের মন কষাকষি। এক মফস্বলের অন্দরে তাঁদের বন্ধুত্বের উদযাপন এই ছবির মূল উপজীব্য। ছবির পরিচালক প্রসূণ চট্টোপাধ্যায়। ছবির নিবেদক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

/ Updated: Nov 11 2022, 08:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুক্তি পেল দোস্তজী, আর মুক্তির আগে চমক তৈরি করেছে ছবিটি। দোস্তজী-র গল্প আসলে দুই বালকের, তাদের শৈশবের বন্ধুত্বের। গ্রামের মেঠো গন্ধে বেড়ে ওঠা এই বন্ধুত্ব একদিন হারিয়ে যায়। দোস্তজী-র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়, এটি তাঁর প্রথম ছবি। ছবির নিবেদক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে ২৬টি দেশে প্রদর্শিত হয়েছে দোস্তজী। ৮ টি আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মান ঝুলিতে রয়েছে দোস্তজীর।