নুসরত জাহানের পরেই রেজওয়ান রব্বানি শেখ। কোজাগরী লক্ষ্মীপুজো আর ইদ— দুই উৎসবকেই সমান সম্মান জানালেন ছোট পর্দার ‘নবাব’। রেজওয়ানের মতে, মহানায়কের বাড়ির পুজোর পরিবেশ, আয়োজন, নিষ্ঠা, ভোগ— সবই ঐতিহ্য, বনেদিয়ানায় মোড়া। তাই প্রতি বছর উত্তমকুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে পা রাখলেই যেন গায়ে কাঁটা দেয় তাঁর! ভোগের পায়েস কোনও বছর তাই মিস করেন না।