বড় দুর্ঘটনার কবলে পড়লেন সামান্থা রুথ প্রভু। কাশ্মীরে শ্যুট করতে গিয়েই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন সামান্থা রুথ প্রভু ও বিজয় দেবেরাকোন্ডা। ভূস্বর্গ কাশ্মীরে ছবি খুশির শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। ছবির সেটেই স্টান্ট করতে গিয়েই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। সামান্থা ও বিজয় দুজনেই চোট পেয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা। অভিনেতা বিজয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে কাশ্মীরের পহেলগাম এলাকায় সামান্থা ও বিজয় একটি স্টান্টের শ্যুট করছিলেন। তবে দৃশ্যটি বেশ কঠিন ছিল। কেমন স্টান্ট করতে গিয়ে চোট পান তার। সেই প্রসঙ্গে জানিয়েছেন, লিডার নদীর উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুই অভিনেতারে। সেই সময়ের দড়ি ছিড়ে গাড়ি নিয়ে নদীতে পড়ে যান সামান্থা ও বিজয়। মারাত্মক ভাবে পিঠে চোট পেয়েছেন। তারপর তড়িঘড়ি তাদের উদ্ধার করেই ঘটনাস্থলেই ফার্স্ট এড করা হয়েছে। এখন কেমন আছেন সামান্থা ও বিজয়। সূত্রের খবর, দুর্ঘটনার পরই তাদের ডাল লেকের কাছে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে ফিজিওথেরাপিস্টরাও এসে তাদের দেখেছেন। এই মুহূর্তে তাদের ফিজিওথেরাপি চলছে।