দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবিতে মজেছে বাংলা দর্শক। 'টনিক'-এর পর 'কিশমিশ'-এ ফের দর্শকদের হলমুখো করেছেন দেব। একমাস আগেই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ'। এবার কাউকে কিছু না জানিয়েই চুপি চুপি ছাদনাতলায় পৌঁছালেন দেব-রুক্মিণী। খবরটা শুনে ভ্রু কপালে উঠলেও এটাই সত্যি। লাল টকটকে বেনারসি, মাথায় সিঁদুর, গা ভর্তি সোনার গয়না একেবার কনে সেজে নববধূর বেশে ধরা দিলেন রুক্মিণী মৈত্র। আর ধুতি-পাঞ্জাবি টোপর পরেই একেবারে বর সেজে বিয়ে করতে পৌঁছে গেছেন দেব। নেটমাধ্যমে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্র। ছবি দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। তবে কাউকে কিছু না জানিয়ে কেন এমনটা করলেন তাতে খানিকটা হতবাক হয়েছেন ভক্তরা।