আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day)উপলক্ষ্যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বললেন তিনিও আর পাঁচজনের মতো নারী। শুধু নারী নয়, অন্যান্যদের থেকে তিনি জনপ্রিয় ও পরিচিত অনেকটাই বেশি। তবে তারপরেও অন্যান্য নারীদের মতোই নিজের অধিকার ও স্বাধীন ইচ্ছের জন্য তাকেও লড়াই করতে হয়। তিনি জানিয়েছেন, আমি জানি, সিঙ্গল মাদারকে আজও সমাজের কাছে জবাব দিতে হয়, বিয়ে না করেও কীভাবে তিনি সন্তানের মা হলেন, আর আমায় সকলে প্রশ্ন করে মিমি কবে বিয়ে করবে। নারী দিবসের দিন রীতিমতো আক্ষেপের সুর ফুটে উঠেছে মিমির (Mimi Chakraborty) গলায়।