ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভক্তদের মন ভরিয়েছেন, এবার ফিরে এসে সকলের সঙ্গে একটু খুনসুটি করলেন দেব। দেব যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখনই হঠাৎ করে সিনে এন্ট্রি নিয়ে এল সিনেমার মুখ্য চরিত্র টিনটিন থুরি, দেব। তখনই দেব এই গোটা ঝামেলা সৃষ্টির পিছনের রহস্যের ওপর থেকে চাদর সরিয়ে বলেন, আগামী ২১ মার্চ সোমবার ঠিক রাত ৮ টায় দর্শক দরবারে আসছে কিশমিশের ট্রেলার।