গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন আলিয়া ভাট। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi ) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান সারা ফেলেছে নেটদুনিয়ায়। চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবার ধরা দিলেন 'গাঙ্গুবাঈ' (Gangubai) লুকে। আলিয়ার সেই চেনা সংলাপের সঙ্গে ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। আলিয়ার আদলে শাড়ি পরে মাটিতে বসে তৃণাকে বলতে দেখা গেল, জমিন পে বৈঠি বহত আচ্ছি লাগ রহি হ্যায় তু। আদত ডাল লে। কিউকি তেরি কুরসি তো গয়ি। এই সংলাপের সঙ্গেই ঠোঁট মেলাতে দেখা গেছে তৃণা সাহাকে।