ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন সাংসদ অভিনেত্রী। একটু সময় পেলেই নিজের মতো করে ছুটি কাটাতে পছন্দ করেন ঈশানের মাম্মা (Nusrat Jahan) । তবে ঠিক কীভাবে ছুটি কাটাতে চান ঈশানের মাম্মা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই পোস্ট করলেন নুসরত। যদিও ভিডিওটি নতুন নয়, বরং থ্রো ব্যাক ভিডিও পোস্ট করেই নস্ট্যালজিক নুসরত জাহান। বই পড়তে যে প্রচন্ড ভালবাসেন নুসরত জাহান, তা সকলেরই জানা। ভিডিওতেও বই পড়ে সময় কাটাতে দেখা গেছে নুসরতকে। নীল ডেনিম জিন্স, হলুদ টপ, কানে মোটা রিং, খোলা চুলেই নজর কেড়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)।