নতুন বছর ২০২২ যেন দারুণ কাটছে অঙ্কুশের। এককথায় বলতে গেলে বৃহস্পতি একেবারে তুঙ্গে অভিনেতার। কী এমন ঘটল অভিনেতার সঙ্গে, তা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা। সূত্র থেকে জানা গেছে, ২০২২ সালে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অঙ্কুশের ঝুলিতে। তবে এক কিংবা দুই নয় শোনা যাচ্ছে, তিন-চারটে ছবির কাজ রয়েছে অঙ্কুশের। এবং বেশ কয়েকটি ছবির শিডিউল নিয়ে এবার লন্ডনে পাড়ি দিচ্ছেন অভিনেতা। তবে এবারে সফর সঙ্গীও ঐন্দ্রিলা।