সরস্বতী পুজোয় ছোটবেলা কেমন করে কাটত তা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। যেখানে শাড়ি পরা থেকে স্কুলে যাওয়া, ঘুরতে যাওয়া সবটাই করতেন নায়িকা। আর পাঁচটা মেয়ের মতো সেজেগুজে, শাড়ি পরে দল বেঁধে বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজো কাটাতেন নায়িকা। তবে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন হলে সেই ব্যাপারটা কোনওদিনই উপভোগ করতে পারেননি ঐন্দ্রিলা । অভিনেত্রী জানান, পাড়ায় প্রচুর ছেলে বন্ধু থাকলেও প্রেমের অ্যাঙ্গেলটা কোনওদিনই আসেনি। তবে অঙ্কুশের (Ankush Hazra) দৌলতে সরস্বতী পুজোর দিন একবার বিশেষ অভিজ্ঞতা হয়েছিল। কী এমন করেছিলেন অঙ্কুশ।