- Home
- Entertainment
- Bollywood
- Priyanka Chopra: প্রিয়াঙ্কা অভিনীত এই ১০টি চরিত্র আজও মনে রেখেছেন দর্শকেরা, দেখে নিন এক নজরে
Priyanka Chopra: প্রিয়াঙ্কা অভিনীত এই ১০টি চরিত্র আজও মনে রেখেছেন দর্শকেরা, দেখে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
কাশীবাঈ
সঞ্জয় লীলা বনসলির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে কাশীবাঈ-র চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তিনি মারাঠা ছত্রপতির প্রথম স্ত্রী ছিলেন। কাশীবাঈ চরিত্রটি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন। একদিকে বাজিরাও-র প্রতি প্রেম অন্য দিকে ছত্রপতির দ্বিতীয় স্ত্রী অর্থাৎ তাঁর সতীনে সঙ্গে সম্পর্ক অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন।
ঝিলমিল
বরফ ছবিতে ঝিলমিল চরিত্রে নজর কাড়েন প্রিয়াঙ্কা। একজন প্রতিবন্ধীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে ইলিয়ানা ডিক্রুজ ও রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন নায়িকা। ছবিতে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন ঝিলমিলের চরিত্রটি।
অদিতি চৌধুরী
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অদিতি চৌধুরী চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে একজন মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের।
মেঘনা মাথুর
মধুর ভান্ডারকারের ফ্যাশন ছবিতে মেঘনা মাথুরের চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। এই ছবির সাফল্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছোট শহর থেকে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই-এ আসা এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। গ্ল্যামার দুনিয়ায় নিজেকে ঠিক রাখা কতটা কঠিন তা ফুটিয়ে তোলেন নায়িকা।
মেরি কম
প্রিয়াঙ্কা চোপড়ার কেরিয়ারের অন্যতম ছবি মেরি কম। ছবির প্রধান চরিত্র অভিনয় করেন প্রিয়াঙ্কা। বায়োপিক এই ছবিতে মেরি কমের চরিত্রটি অসাধারণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন নায়িকা।
আয়শা মেহরা
দির ধড়কনে দো ছবিতে আয়শা মেহরার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা। ছবিতে তাঁকে দেখা গিয়েছিল একজন বিজনেস ওম্যানের চরিত্রে। ব্যক্তিগত জীবনের জটিলতা সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন অনেকে। ছবিতে অনিল কাপুর ও রণবীর সিং-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।
সুশানা আনা ম্যারি জোনস
সাত খুন মাফ ছবিতে সুশানা আনা ম্যারি জোনস চরিত্রে দেখা যায় তাঁকে। এক রহস্যময়ী মহিলার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। সে সময় ১৫ কোটি বাজেটের ছবিটি আয় করেছিল ৩৩ কোটি। ছবিতে প্রিয়াঙ্কার অভিনীত চরিত্রে বেশ প্রশংসিত হয়।
সোনিয়া কাপুর রায়
অ্যায়তরাজ ছবিতে সোনিয়া কাপুর রায়ের চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। কেরিয়ারের সাফল্যের চূড়ায় উঠতে গিয়ে একটি মেয়ে কীভাবে অসৎ পথ অবলম্বন করবে তা ফুটে ওঠে। সোনিয়া কাপুর রায় মেয়েটি নিজের ভালোবাসাকে উপেক্ষা করে কেরিয়ারকে বেছে নেয়। তবে, সাফল্যের চূড়ায় পৌঁছানোর পরও সে শান্তি পায়নি। ছবিতে এক জটিল মানসিক অবস্থার পরিচয় দেন প্রিয়াঙ্কা।
আলিশা মার্চেন্ড
পেয়ার ইমপসেবল ছবিতে আলিশা মার্চেন্ড-র চরিত্রে অভিনয় করেন। ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে এক অসাধারণ চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।
নেহা
দোস্তানা ছবিতে নেহা-র চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে অভিষেক বচ্চন ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি। একেবারে অন্যরকম গল্প নিয়ে মুক্তি পায় ছবিটি। মর্ডান মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।