- Home
- Entertainment
- Bollywood
- আমাকে পাশে বসিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করেন.. সলমন প্রসঙ্গে উক্তি আসিফ শেখের
আমাকে পাশে বসিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করেন.. সলমন প্রসঙ্গে উক্তি আসিফ শেখের
| Published : Oct 19 2024, 12:44 PM IST
- FB
- TW
- Linkdin
অভিনয় জগতের সঙ্গে বহুদিনের সম্পর্ক আসিফ শেখের। বর্তমানে ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের বিভূতি নারায়ণ মিশ্রাকে চেনেন না এমন ব্যক্তি সংখ্যায় খুবই কম।
ছোট পর্দা থেকে বড় পর্দায় জমিয়ে অভিনয় করেছেন আসিফ শেখ। দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। কাজ করছেন বহু বড় স্টারের সঙ্গে।
সদ্য সলমন খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানালেন আসিফ শেখ। শ্যুটিং শেষে তারা কী করতেন সে কথা তুলে ধরলেন সকলের সামনে।
সলমনের সঙ্গে বন্ধন ছবিতে কাজ করতে গিয়ে এক বিশেষ অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতার কথা বলতেই শুরু হল বিতর্ক।
১৯৯৮ সালে বন্ধন ছবিতে সলমন খানের সঙ্গে কাজ করেছিলেন আসিফ শেখ। সদ্য এক সাক্ষাৎকারে স্মৃতি চারণ করতে দেখা গেল অভিনেতাকে। আর তাঁর বলা এই কথা তৈরি করল বিতর্ক।
তিনি বলেন, আমরা তখন তরুণ ছিলাম এবং সেই সময়ই সলমন বেশ নাম করে ফেলেছে। মনে আছে একদিন তিনি আমাকে পাশে বসিয়ে রাস্তায়, ফুটপাথে বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে।…
…আমি ভয় পেয়ে বলেছিলাম, সলমন আমরা ধরা পড়ে যাব। তাতে তিনি বলেছিলেন, আরে ধরা পড়া নিয়ে চিন্তা করবে না, তুমি সলমন খানের সঙ্গে আছ।
এরপর পুলিশ ধরলে তিনি জানলার কাঁচ নামান। যদিও পুলিশ তাঁকে চিনতে পারেনি। সলমনের অভিব্যক্তি ছিল, এ তো চেনেই না আমাকে। তখন আমি বলেছিলাম, শার্ট খুলে ফেলো, তাহলে হয়তো চিনতে পারবে।
সলমন খানের এমন আচরণের কথা সকলেই জানা। এবার এই বিষয় নিশ্চিত করলেন আসিফ শেখ। নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা।
এদিকে লরেন্স বিষ্ণোই-র কারণে চিন্তায় রয়েছেন সলমন। থ্রেট পেয়েছেন অভিনেতা। সে কারণে তাঁর নিরাপত্তারক্ষী বৃদ্ধি করা হয়েছে। সঙ্গে তিনি কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি।