৯১ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার। থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলিউডে তাঁর প্রয়াণে শোকের ছায়া।
খারাপ খবর বলিউডে। প্রয়াত হলেন খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার। বার্ধক্যজনিত কারণে থানেক জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন। ১৮ অগাস্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তাঁর মৃত্যুর কারণে এখনও জানানো হয়নি। আজ মঙ্গলবার থানেতে অচ্যুৎ পোতদারের শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। ১৯৮০ সালের শেষ দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুৎ পোতদার। তার আগে দেশের সেবায় যুক্ত ছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তারপর ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন। পরবর্তী কালে তিনি অভিনয় জগতে পা রাখেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলি পাড়ায়।
ফিল্মি কেরিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেন। তার মধ্যে হিন্দি ছবির সঙ্গে আছে মারাঠি ছবিও। তিনি বলিউডের পাশাপাশি মারাঠি ছবিতে জমিয়ে অভিনয় করেন। পরিচালক বিধু বিনোদন চোপড়ার হাত ধরে খ্যাতি পান। তিনি বহু ছবিতে কাজ তকেছেব। তালিকায় যেমন আছে থ্রি ইডিয়টস। তেমনই আছে আক্রোশ, অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়, অর্ধ সত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গ্যায়া জেন্টল ম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লগে রহো মুন্না ভাই, দাবাং ২-র মতো হিট ছবি।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন। তিনি ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধানমন্ত্রী (জি টিভি), আগলে জনম মোহে বেটিয়া হি কিজো (জি টিভি), আহট সিজন ১, ওয়াগলে কি দুনিয়া, মাঝা হোশিল না (জি মারাঠি)-তে কাজ করেন। সব মিলিয়ে শোকের ছায়া বলিপাড়ায়। তিনি নিজের অভিনয় দক্ষতা বলে বারে বারে দর্শক মনে স্থান করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে বারে বারে দেখা গিয়েছে তাঁকে। লগে রহো মুন্না ভাই, পরিণীতা, থ্রি ইডিয়টসের মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সকলের নজর কেড়েছেন। সোমবার প্রয়াত হন সেই বিখ্যাত অভিনেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া সর্বত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১।


