সংক্ষিপ্ত

বোম্যান ইরানির পরিচালনায় 'দ্য মেহতা বয়েজ' ছবিতে উঠে আসবে বাবা-ছেলের জীবনের টানাপোড়েন। ৪৮ ঘন্টা একসঙ্গে কাটাতে গিয়ে নানান জটিলতায় জড়িয়ে পড়েন তারা। ৭ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে ছবিটি।

অভিনেতা হিসেবে বহুবার নিজেকে প্রমাণ করেছেন। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার পালা। দ্য মেহতা বয়েজ হতে চলেছে বোম্যান ইরানি-র প্রথম পরিচালিত ছবি। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। ওটিটি-তে আসছে বোম্যান ইরানির দ্য মেহতা বয়েজ।

অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে ছবিটি। এক বাবার গল্প নিয়ে আসছে বোম্যান ইরানির দ্য মেহতা বয়েজ। বাবা ছেলের জীবনের টানাপোড়েন ফুটে উঠবে ছবিতে। গল্পে দেখা যাবে এক বিশেষ কারণে ছেলের কাছে থাকতে আসেন বাবা। টানা ৪৮ ঘন্টা একসঙ্গে কাটাতে বাধ্য হন। আপাত দৃষ্টিতে তা সহজ মনে হলেও বাস্তবে জটিলতা বাড়তে থাকে। দুজনের দৃষ্টিভঙ্গি আদালাদা হওয়ায় দেখা দিতে শুরু করে নানান জটিলতা। মান, অভিমান, রাগ, ভালোবাসা, আবেগের এক ভিন্ন প্রকাশ ঘটতে চলেছে ছবিতে। এক মানসিক টানাপোড়েনের কাহিনি উঠে আসতে চলেছে। যা নজর কাড়তে প্রস্তুত দর্শকদের।

 

 

সিনেমার ট্রেলারে দেখানো হয়েছে অবিনাশ নামে এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে প্রথমবার তার বাড়িতে থাকতে এসেছে। বিল্ডিং-র একেবারে ওপরের ফ্ল্যাটে থাকে অবিনাশ। ঘরে ঢুকতে লাইট জ্বালানো নিয়ে শুরু হল সমস্যা। একে একে সমস্যা বাড়তে থাকে। বাবাও শিশুর মতো আচরণ করতে থাকে। এতে বদল হতে থাকে বাবা ছেলের সম্পর্কের সমীকরণ। এক ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছে ছবিটি। যাতে মিলবে বাস্তবের ঝলক। তবে, শেষ পর্যন্ত বাবা-ছেলের সম্পর্কে সত্যিই কোনও পরিবর্তন আসে কি না তাই দেখার। সম্পর্ক সুন্দর হয় কি না, তা জানা যাবে ছবির শেষে। যা জানতে গেলে অপেক্ষা করতে হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।  ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বোম্যান ইরানির দ্য মেহতা বয়েজ ছবিটি। অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে ছবিটি। এই ছবি দিয়ে প্রথমবার পরিচালনার জগতে পা দিলেন অভিনেতা। সব মিলিয়ে দর্শক মনে বাড়ছে আশার পারদ। প্রিয় অভিনেতাকে পরিচালকের ভূমিকায় দেখতে প্রস্তুত তাঁর ভক্তরা।