- Home
- Entertainment
- Bollywood
- রাহার জন্মের পরপরই কেন 'জিগরা' ছবিতে সই করেছিলেন, সিক্রেট খোলসা করলেন আলিয়া
রাহার জন্মের পরপরই কেন 'জিগরা' ছবিতে সই করেছিলেন, সিক্রেট খোলসা করলেন আলিয়া
'জিগ্রা' ছবিতে আলিয়া ভাট এবং বেদান্ত রায়না গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং ছবিটি মুক্তি পাবে ১১ অক্টোবর, ২০২৪ সালে।

আগামী মাসে মুক্তি পেতে চলেছে 'জিগরা'। আপাতত তাই এই ছবির প্রচারেই ব্যস্ত আলিয়া ভাট। সম্প্রতি দেবারা: পার্ট ওয়ান তারকা জুনিয়র এনটিআর এবং পরিচালক করণ জোহরের সঙ্গে সম্প্রতি একটা টক শোয়ে হাজির হয়েছিলেন আলিয়া।
মা হওয়ার ঠিক পরপরই কেন ‘জিগরা’জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেবিষয়ে কথা বলেছেন আলিয়া ভাট। আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি এই ছবিতে কাজ করেছেন। এই ছবির তাঁর চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে।
ছবিটি ১১ অক্টোবরে মুক্তি পাবে এবং করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি। যারা সম্প্রতি দুটি আসন্ন ছবির তারকাদের একত্রিত করেছে।
একটি সাক্ষাৎকারে, আলিয়া জিগরাতে কাজ করতে চেয়েছিলেন, এ সম্পর্কে একটা সিক্রেট শেয়ার করেছেন তিনি। তিনি যে কারণটি উল্লেখ করেছেন তা হল তার মেয়ে, রাহা কাপুরের সাথে সম্পর্কিত।
মা হওয়ার ঠিক পরপরই কেন ‘জিগরা’জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেবিষয়ে কথা বলেছেন আলিয়া ভাট। আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি এই ছবিতে কাজ করেছেন। এই ছবির তাঁর চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে।
কথা বলতে বলতে আড্ডায় আলিয়া বলেন, 'আমি যখন জিগরা চুক্তিতে স্বাক্ষর করি তখন মনে হয় আমি আমার বাঘিনী মোডে ছিলাম। আমি সেই সময়টা ভীষণভাবেই প্রোটেক্টিভ মোডে (প্রতিরক্ষামূলক) ছিলাম- যে কেউ যেন ওর কাছে না আসে, এমন একটা হাবভাব ছিল। আর এটাই ছিল এনার্জি।
এজন্যই আমার সবসময় মনে হয় এটা নিয়তি, ভাগ্য, একটা নির্দিষ্ট পথে চলার পেছনে জীবনের অনেক কিছু আছে।
জিগরার ভাগ্য ভুলে যান, আমার কাছে যখন এটা এসেছিল তা মনে হয়েছিল... বাহ এ কেমন টাইমিং! আমি যখন এভাবেই সবকিছু অনুভব করছি, তখনই এই ছবিটা এসেছিল। ওর উপরই ঐ সব জিনিস জড়িয়ে ছিল।
২০২২ এর এপ্রিলে বিয়ে করেন আলিয়া ভাট- রণবীর কাপুর, এরপর নভেম্বরে তাঁদের মেয়ে রাহার জন্ম হয়। এদিকে মা হওয়ার ৬ মাসের মাথায় কাজের দুনিয়াতেও ফিরে আসেন আলিয়া। '
জিগরা' মুক্তি পাবে আগামী ১১ ই অক্টোবর। ভাসান বালা পরিচালিত এই ছবিতে ভাই-বোন ভূমিকায় অভিনয় করেছেন বেদাং রায়না ও আলিয়া।
এই থ্রিলারটি আলিয়া এবং তার বোন শাহিন ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস এবং করণের ধর্মা প্রোডাকশনের সহ-প্রযোজনা করেছে। 'আলফা', 'লাভ অ্যান্ড ওয়ার' এবং 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে আলিয়াকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।