- Home
- Entertainment
- Bollywood
- Teacher's Day 2025: আমির থেকে অমিতাভ- সিনেমার পর্দায় শিক্ষকের চরিত্রে নজর কেড়েছিল এই সকল তারকা
Teacher's Day 2025: আমির থেকে অমিতাভ- সিনেমার পর্দায় শিক্ষকের চরিত্রে নজর কেড়েছিল এই সকল তারকা
সিনেমার পর্দায় শিক্ষকের চরিত্রে নজর কেড়েছিল একাধিক বলিউড তারকা। তালিকায় আছে আমির খান থেকে অমিতাভ বচ্চন। জেনে নিন কে কে।

অমিতাভ বচ্চন
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ব্ল্যাক। সঞ্জয় লীলা বনসলি পরিচালিত ছবির প্রধান চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন। ৫৩ তম জাতীয় পুরস্কার থেকে শুকু করে একাধিক পুরস্কার পায় ছবিটি। এই ছবির সাফল্য যেমন আলাদা করে বলার অপেক্ষা রাখে না তেমনই এই ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয়। একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন।
রানি মুখোপাধ্যায়
হিচকি ছবিতে শিক্ষিকার চরিত্রে দেখা গিয়েছিল রানিকে। এটি তাঁর কেরিয়ারের এক উল্লেখযোগ্য ছবি। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি। ছবিটি অনুপ্রাণিত আমেরিকার প্রেরণাদায়ক বক্তা ব্র্যাড কোহেনের আত্মজীবনী ফ্রন্ট অফ দ্য ক্লাস থেকে। প্রতিবন্ধকতা শুধু যে ছাত্র-ছাত্রীদের জীবনে থাকে এমন নয়। শিক্ষকের জীবনেও থাকে। তা সত্ত্বেও যে সফল হওয়া সম্ভব তাই দেখানো হয়েছে ছবিতে।
হৃতিক রোশন
সুপার ৩০ ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। একজন শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বিকাশ বহেল পরিচালিত এই ছবি। যা সত্য ঘটনার ওপর নির্ভর করে তৈরি হয়। এই ছবিতে আনন্দ কুমার একজন অঙ্কের টিচার। যিনি হাজারো ছাত্র-ছাত্রীর জীবনের জটিল অঙ্ক সমাধান করেন। ১৯৯২ সালে শুরু করেন শিক্ষকতা। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
আমির খান
এক ডিসলেক্সিয়া আক্রান্ত ছেলের জীবন একজন শিক্ষকের দ্বারা সঠিক দিশা পায়। কীভাবে তিনি সেই ছাত্রের জীবনের সব ভয় সরিয়ে সম্ভাবনা জাগিয়ে তুলছিলেন তা নিয়ে ছবি। সে সময় ব্যাপক সফল হয়েছিল তারে জমিন পর। আর সেই ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছিল আমিরকে। তিনিও বলিউডের এক খ্যাত নামা শিক্ষক। ছবিতে তাঁর ছাত্রে চরিত্রে দেখা যায় দর্শিল সাফারিকে।
বোম্যান ইরানি
লাইফ ইজ আ রেস। আগর তুম নেহি ভাগোগে, তো কোই তুমহে কুচল কর আগে নিকল জায়েগা…। আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই ডায়লগ কার। থ্রি ইডিয়টস ছবিতে একজন শিক্ষকের চরিত্রে বোম্যান ইরানি সকলের নজর কেড়েছিলেন। কলেজ জীবন, সফল হওয়ার লড়াই থেকে শুরু করে জীবনের এক অন্যরকম পাঠ দেখিয়েছে এই ছবি।

