অমিতাভের আঘাতে ৪০ বছর পুরনো স্মৃতি টাটকা, জানুন কী কী হয়েছিল কুলি-র সেটে
- FB
- TW
- Linkdin
আহত অমিতাভ
আসন্ন ছবি প্রজেক্ট কে শ্যুটিং সেটে গুরুতর চোট পেয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর পাঁজরে চোট রয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছে।
নিজের লাইভব্লগে অমিতাভ
নিজের লাইভ ব্লগে অমিতাভ জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছেন। পেশী ছিঁড়ে গিয়েছে।
মনে পড়াচ্ছে কুলির ছবির কথা
অমিতাভের এই শ্যুটিং সেটের চোট পাওয়ার খবর মনে করাচ্ছে কুলি ছবির শ্যুটিং-এর কথা। কারণ সেই সময় গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ।
কুলি ছবি
মনমোহন দেশাইয়ের ছবি। অমিতাভেরর সঙ্গে ছিলেন ইকবাল ও পুনীত ইসার। মারামারির দৃশ্য শ্যুট হচ্ছিল। সেই সময় বচ্চনের টেবিলের ওপর পড়ে যাওয়ার কথা ছিল। সেই দৃষ্যের শ্যুটিং-এ আঘাত পান তিনি।
টেবিলেরের কোনে লাগে
টেবিলের কোনে লাগে অমিতাভের পেট। প্রবল আঘাত পেয়েছিলেন। পেটের ক্ষত ছিল গুরুতর। অন্ত্রের চোট ছিল মারাত্মক। দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। তলপেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
অমিতাভের অস্ত্রোপচার
ভেন্টিলেটরে রাখা হয়েছিল অমিতাভকে। সেই অবস্থাতেই একাধিক অস্ত্রোপচার হয়। তবে সবথেকে বড় জটিলতা তৈরি হয়েছিল একবার অভিনেতাকে মৃত বলেও ঘোষণা করা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জন্য অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়েছিলেন। সেই সময় উত্তাল হয়েউঠেছিল গোটা দেশ।
অমিতাভের বয়ান
পরবর্তীকালে স্টারডাস্টের একটি সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছিলেন তিনি সেই সময় কোমায় ছিলেন। তাঁর সঙ্গে কি হয়েছে তা তিনি কিছুই জানতেন না। তবে অসুস্থতার সঙ্গে তিনি তীব্র লড়াই করেছিলেন বলেও জানিয়েছেন। তবে জ্ঞান ফেরার পরের লড়াই অনেক কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি।
কুলির মুক্তি
১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল কুলি। ছবিটি ছিল সেই সময়ের ব্লকব্লাস্টার ফিল্ম। তবে সম্প্রতি অমিতাভ আহত হওয়ার পরে ৪০ বছর আগের সেই ঘটনা এখন তাঁর অনুগামীদের মধ্যে তাজা।
রক্তে ভেজা চিঠি
সেই সময় অমিতাভের ক্রেজ ছিল দারুন। অনেক অনুগামী বা ভক্ত অমিতাদের জন্য প্রার্থনা করেছিলেন। তাঁদের অনেকেই রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন অমিতাভের সুস্থতা কামনা করে।
কুলি ছবির ক্লাইমেক্সের পরিবর্তন
অমিতাভ চোট পাওয়ার কারণে কুলি ছবিতে মুক্তিতে দেরি হয়েছিল। পাশাপাশি ক্লাইমেক্সেও পরিবর্তন করা হয়েছিল। প্রথম স্ক্রিপ্ট অনুযায়ী হিরো অমিতাভের মৃত্যু হওয়ার কথা। কিন্তু সুস্থ হয়ে শ্যুটিং সেটে ফেরার পর নির্মাতা ঠিক করে তাঁকে বাঁচিয়ে রাখা হয়।- সিনে সমালোচকদের মতে এই সিদ্ধান্তই কুলিকে ব্লকব্লাস্টার করেছিল।