এই সময়ের বলিউডের সবথেকে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাাক সিঙ্গিং থেকে বিদায় নিচ্ছেন। নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে তেমনই জানিয়েছেন তিনি।
এই সময়ের বলিউডের সবথেকে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাাক সিঙ্গিং থেকে বিদায় নিচ্ছেন। নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে তেমনই জানিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী অরিজিতের এই ঘোষণায় রীতিমত আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি রিলিজ করেছে ব্যাটল অব গালওয়ান ছবির 'মাক্রাভূমি। যা রীতিমত জনপ্রিয়। সেই গান মুক্তির কয়েক দিনের গায়কের এই ঘোষণা।

অরিজিতের বয়ান
অরিজিৎ সিং লিখেছেন, 'হ্যালো, সকলকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা, যে হিসেবে আমাকে অকুন্ঠ ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কোনও অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করেছিল। এটি ছিল অসাধারণ যাত্রা। আর ঈশ্বর আমার প্রতি সত্যি দয়ালু ছিলেন। '
তবে অবসর মানেই অরিজিৎ সিং সঙ্গীতকে যে পুরোপুরি বিদায় জানাচ্ছেন এমনটা নয়। কারণ তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আমি সঙ্গীত বন্ধ করছি না। ভালো সঙ্গীতের একজন অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই, নিজের মতোকরে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে। সেগুলো পুরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।'
দুইবার জাতীয় পুরস্করাপ্রাপ্ত সঙ্গীত শিল্পী একাধিক গান জনপ্রিয়। ২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’-এর কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ।


