- Home
- Entertainment
- Bollywood
- বিয়ের আগে যৌন সম্পর্ক করা কি উচিত, সাংবাদিকের প্রশ্নে কড়া জবাব দিলেন অর্জুন কাপুর
বিয়ের আগে যৌন সম্পর্ক করা কি উচিত, সাংবাদিকের প্রশ্নে কড়া জবাব দিলেন অর্জুন কাপুর
- FB
- TW
- Linkdin
অর্জুন কাপুর বলিউডের সেই অভিনেতাদের মধ্যে একজন যিনি সবসময় খোলামেলা কথা বলতে বিশ্বাস করেন এবং কাউকে সঠিক উত্তর দিতে কখনও দ্বিধাবোধ করেন না। ফের আবারও এক সাংবাদিককে যোগ্য জবাব দিয়েছেন অর্জুন কাপুর যা নিয়ে চর্চা তুঙ্গে।
কয়েকদিন আগেই অর্জুন কাপুর এমটিভি শো 'নিষেধ'-এর দ্বিতীয় সিজনের লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে শাহরুখ খানের ছবির সংলাপ বলতে গিয়ে এক সাংবাদিক অর্জুন কাপুরকে প্রশ্ন করেন, 'আমাদের দেশের পরিচয় এখানে একটি শক্তিশালী সংস্কৃতি, যেখানে বিয়ের আগে যৌন সম্পর্ক করা উচিত নয়। আপনি কী মনে করেন?' আমাদের কি থাকা উচিত? কারণ ভারতের পরিচয় হল এক পুরুষ-এক মহিলা। আমরা একবার বাঁচি, একবার মরি এবং একবারই বিয়ে করি।"
অর্জুন সাংবাদিকের প্রশ্ন শোনেন এবং কে এই পরিচয় দিয়েছে জানতে চাইলে তাকে থামিয়ে দেন। জবাবে সাংবাদিক বলেন, শাহরুখ খান। তারপর অর্জুন প্রশ্ন করেন, শাহরুখ খান ভারতের পরিচয় নয়? তিনি আরও বলেন, 'একজন মানুষের জীবনে অনেক উত্থান-পতন থাকে। আপনি অনেকের সাথে দেখা করেন। আপনি অনেক সম্পর্ক তৈরি করেন। আপনি যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন এটি বিয়ে না করার চেয়েও অনেক বড়। সেই পর্যায়ে পৌঁছানোর একটা প্রক্রিয়া আছে।
অর্জুন আরও বলেন, অনেক সময় আপনি অনুভব করেন যে এটি সত্যিকারের ভালবাসা কিন্তু পরে আপনি বুঝতে পারেন যে আপনি নিজের কেরিয়ারে মনোযোগ দিতে চান বা আমরা এই সম্পর্কে থাকতে পারি না কারণ অনেক কিছু কাজ করছে না। এটা অনুমোদিত, কেন অনুমতি দেওয়া হয় না? এটি একটি ভিডিও গেম নয় যখন আপনি একাধিক অংশীদারদের মতো প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাই আপনার প্রশ্ন দয়া করে বদলে ফেলুন।
১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। কোনও কিছুকেই পরোয়া না করে একে অপরের হাত ধরে রোম্যান্সে মজে রয়েছেন অর্জুন ও মালাইকা।
বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোম্যান্স যেন সকলের মুখে মুখে। বলিপাড়ার সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত কাপল বলতে গেলেই সবার আগে রয়েছে মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে এখনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন অর্জুন কাপুর।
অর্জুন কাপুরকে করণ প্রশ্ন করেন, মালইকার সঙ্গে বিয়েটা কবে হচ্ছে। তার উত্তরে অর্জুন বলেন, এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই কারোরই। আপাতত দুজনেই কেরিয়ার নিয়ে ব্যস্ত। কারণ করোনা অনেকটাই সমস্যায় ফেলে দিয়েছে।
অর্জুন করণকে বলেন, তিনি খুবই বাস্তববাদী। তার লুকানোর কিছু নেই। এখন নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। তারপরে আরও বলেন, আমি আর্থিক স্থিতির কথা বলছি না, আবেগের কথা বলছি। আমি এমন কাজ করতে চাই যা নিজেকে খুশি করে। কারণ আমি খুশি থাকলেই আমার সঙ্গীকে খুশি রাখতে পারব।
কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের মাল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এবং তা নিয়ে আলোচনাও করছি। এবং ওর সঙ্গেই সুন্দর জীবন কাটাতে ও বুড়ো হতে চাই। মালাইকা আরও বলেন, অর্জুনের সঙ্গে থাকতে নিজেকে অনেক বেশি নিরাপদ লাগে। একে অন্যের প্রতি টান এবং ভালবাসা এই সম্পর্কের পুড়োটা জুড়ে আছে। প্রতিটা দিন কাটে গভীর প্রেমে। এর চেয়ে আর বেশি কিছু বলতে নারাজ মালাইকা।