প্রকাশ্যে এল আরমান মালিক ও আশনা শ্রফের বিয়ের ছবি, দেখে নিন এক ঝলকে
| Published : Jan 02 2025, 03:53 PM IST
প্রকাশ্যে এল আরমান মালিক ও আশনা শ্রফের বিয়ের ছবি, দেখে নিন এক ঝলকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
আরমান যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে তিনি তার স্ত্রী আশনা শ্রফকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। দুজনের মুখেই বিবাহের আনন্দ স্পষ্ট।
25
আশনা গাঢ় কমলা রঙের লেহেঙ্গা পরেছেন। আরমান হালকা গোলাপি রঙের শেরওয়ানি পরেছেন।
35
আরমান এবং আশনা ইনস্টাগ্রামে লিখেছেন, 'তুমিই আমার ঘর।'
45
এই ছবিগুলি দেখে ভক্তরা বলছেন, এই জুটি একসাথে খুব সুন্দর দেখাচ্ছে।
55
আরমান মালিকের স্ত্রী আশনা শ্রফ একজন সোশ্যাল মিডিয়া তারকা। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। আশনা লন্ডন থেকে ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন।