অয়ন মুখার্জীর বাবার স্মরণসভায় উপস্থিত হলে কোন কোন তারকা, দেখুন ছবি
পরিচালক অয়ন মুখার্জীর বাবা দেব মুখার্জীর স্মরণসভায় বলিউড তারকারা শ্রদ্ধা জানালেন। ভিকি কৌশল, অনুপম খের সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরিচালক অয়ন মুখার্জীর বাবা এবং অভিনেতা দেব মুখার্জীর প্রয়াণ হয় ১৪ মার্চ ২০২৫ মুম্বইতে। মঙ্গলবার (১৮ মার্চ) তাঁর স্মরণসভা মুম্বইতে রাখা হয়, যেখানে বলিউডের অনেক তারকা উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান। ছবিতে দেখুন শ্রদ্ধাঞ্জলি সভায় কারা কারা এসেছিলেন....
নিজের বাবার প্রার্থনা সভায় ফিল্মমেকার অয়ন মুখার্জী।
সম্প্রতি ব্লকবাস্টার 'ছাওয়া' তে দেখা যাওয়া ভিকি কৌশল দেব মুখার্জীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
মিউজিশিয়ান অনু মালিক অভিনেতা দেব মুখার্জীর প্রার্থনা সভায় এসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রডিউসার সিদ্ধার্থ রয় কাপুর দেব মুখার্জীর প্রেয়ার মিটে যোগ দিয়েছিলেন।
দেব মুখার্জীর প্রার্থনা সভায় এসে প্রবীণ অভিনেতা অনুপম খের তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরিচালক ইমতিয়াজ আলি দেব মুখার্জীর প্রেয়ার মিটে এসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রয়াত শশী কাপুরের ছেলে কুনাল কাপুর ছেলে জাহান কাপুরকে সঙ্গে নিয়ে দেব মুখার্জীর প্রার্থনা সভায় এসেছিলেন।
অভিনেতা দীপক পরাশর দেব মুখার্জীর প্রেয়ার মিটে যোগ দিয়েছিলেন।
প্রডিউসার ভূষণ কুমার প্রেয়ার মিটে যোগ দিয়ে দেব মুখার্জীকে শ্রদ্ধা জানিয়েছেন।
দেব মুখার্জীর প্রার্থনা সভায় ভিকি কৌশলের বাবা এবং স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশলকেও দেখা যায়।
সঙ্গীতকার এবং ফিল্মমেকার বিশাল ভরদ্বাজ দেব মুখার্জীকে শ্রদ্ধা জানাতে প্রেয়ার মিটে এসেছিলেন।
'আশিকি ২' খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুর অয়ন মুখার্জীর বাবার প্রেয়ার মিটে এসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
টিভি অভিনেতা এবং হোস্ট অর্জুন বিজলানি দেব মুখার্জীর শ্রদ্ধাঞ্জলি সভায় যোগ দিয়েছিলেন।

