- Home
- Entertainment
- Bollywood
- Baahubali 3: কবে আসছে ‘বাহুবলী ৩’? দারুণ খবর দিল নির্মাতারা, জেনে নিন দিনক্ষণ
Baahubali 3: কবে আসছে ‘বাহুবলী ৩’? দারুণ খবর দিল নির্মাতারা, জেনে নিন দিনক্ষণ
কবে আসছে ‘বাহুবলী ৩’? দারুণ খবর দিল নির্মাতারা, জেনে নিন দিনক্ষণ
- FB
- TW
- Linkdin
)
পরিচালক রাজামৌলির সৃষ্টি ‘বাহুবলী’ একটি বিস্ময় বলে মনে করেন অনুরাগীরা। প্রভাস, আনুশকা অভিনীত এই চলচ্চিত্র সিরিজ বিশ্বের কাছে তেলুগু চলচ্চিত্র শিল্পকে তুলে ধরেছে।
‘বাহুবলী’র দুটি পর্বই ব্যাপক সাফল্য পেয়েছে এবং বিপুল আয় করেছে, তাই তৃতীয় পর্বের জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি তামিল প্রযোজক কেই জ্ঞানবেল এক সাক্ষাৎকারে এ বিষয়ে আকর্ষণীয় মন্তব্য করেছেন। ‘কঙ্গুভা’র সিক্যুয়েলের মধ্যে কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘বাহুবলী ৩’র প্রসঙ্গ তুলেছেন।
‘কঙ্গুভা’র প্রচারণার অংশ হিসেবে জ্ঞানবেল বলেন, ‘গত সপ্তাহেই বাহুবলী নির্মাতাদের সাথে আলোচনা করেছি। তৃতীয় পর্বের পরিকল্পনা চলছে। তার আগে আরও দুটি চলচ্চিত্র আছে। তারপরই ‘কালকি ২’, ‘সালার ২’ মুক্তি পাবে।’ এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাহুবলী - ৩ এর জন্য অপেক্ষা করছি বলে প্রভাসের অনুরাগীরা অনেক পোস্ট করছেন।
এর মধ্যেই রাজামৌলি বাহুবলী ৩ সম্পর্কে বলেন, বাহুবলীকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনেক ঘটনা এবার দেখানো হবে। এ সম্পর্কিত কাজ চলছে। বাহুবলী ৩ আসলে তা নিয়ে উন্মাদনা অবশ্যই বিশাল হবে।
বাহুবলী ৩ আসতে সময় লাগবে। মহেশের প্রকল্প শেষ হওয়ার পর রাজামৌলি এই প্রকল্প হাতে নেবেন কিনা তা দেখার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন রাজামৌলি ফিরে এসে বাহুবলী ৩ বানাবেন এটা বিশ্বাস করা যায় না।
‘কঙ্গুভা’ এখন তামিল চলচ্চিত্র শিল্পে প্রচুর আলোচিত। পরিচালক ও প্রযোজকরা এই চলচ্চিত্র নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। এটি ২০০০ কোটি টাকার চলচ্চিত্র হবে বলে তারা দাবি করছেন।
বলিউড অভিনেতা ববি দেওল এই চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। সূর্য অভিনীত এই চলচ্চিত্রটি আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রের প্রযোজক কে.ই. জ্ঞানবেল এক সাক্ষাৎকারে বলেছেন তার চলচ্চিত্র বক্স অফিসে বিপুল আয় করবে।
কে.ই. জ্ঞানবেল বলেন, ‘কঙ্গুভা’ চলচ্চিত্রটি অসাধারণ ভাবে তৈরি হয়েছে এবং চলচ্চিত্র নিয়ে দলটি খুবই আত্মবিশ্বাসী। ‘কঙ্গুভা’ চলচ্চিত্রটি বক্স অফিসে প্রায় ২০০০ কোটি টাকা আয় করবে বলে প্রযোজক জানিয়েছেন। এছাড়াও চলচ্চিত্র সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য ও প্রকাশ পেয়েছে।
‘কঙ্গুভা’ চলচ্চিত্রের মোট রানটাইম মাত্র ২:২৬ মিনিট। এই চলচ্চিত্রটি মোট দুটি ভাগে মুক্তি পাবে। অস্ত্রশস্ত্র, ঘোড়ায় চড়া ইত্যাদি আবিষ্কারের সময়কালের গল্প এতে আছে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিব। দিশা পাটানি এতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। কার্তি একটি অতিথি ভূমিকায় অভিনয় করেছেন।