- Home
- Entertainment
- Bollywood
- বিগ বি থেকে আয়ুষ্মান- দেখে নিন রূপোলি পর্দায় মেয়ের সাজে দেখা দিয়েছে কোন কোন তারকা, রইল তালিকা
বিগ বি থেকে আয়ুষ্মান- দেখে নিন রূপোলি পর্দায় মেয়ের সাজে দেখা দিয়েছে কোন কোন তারকা, রইল তালিকা
- FB
- TW
- Linkdin
আয়ুষ্মান খুরানা
মুক্তির অপেক্ষায় ড্রিম গার্ল ২। এরআগে ড্রিম গার্ল ছবিতেও মেয়ের সাজে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। ফের একবার এমন সাজে আসছেন তিনি। প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেখানে আয়ুষ্মান খুরানার সাজ দেখে বোঝা দায় তিনি আয়ুষ্মান।
বিগ বি
১৯৮১ সালে মুক্তি পেয়েছিল লাবারিস। এই ছবিতে মেরে আঙ্গনে মে তু- গানে মেয়ের সাজে দেখা গিয়েছিল বিগ বি কে। ছবিতে অভিনয় করেছিলেন রেখা গুলজার, জিনাত আমন, আমজাদ খান-সহ আরও অনেকে। সে সময় বেশ হিট করেছিল ছবিটি।
গোবিন্দা
আন্টি নম্বর ১ ছবিতে গোবিন্দাকে দেখা গিয়েছিল মেয়ের সালে। পরনে ঘাগড়া চোলি দেখে বোধা দায় ছিল তিনি গোবিন্দা। মেয়ের সাজে বেশ চমক দিয়েছিলেন নায়ক। মেয়ের সাজে চমক দিয়েছিলেন গোবিন্দা।
আমির খান
বাজি ছবিতে আমির খানকে দেখা গিয়েছিল মেয়ের সাজে। সেবার মেয়ের সাজে চমক দিয়েছিলেন আমির। তাঁর এমন সাজ দেখে বোঝা দায় ছিল তিনি আমির খান। কালো রঙের পোশাকে দেখা গিয়েছিল তাঁকে।
সলমন খান
জান-এ- মন ছবিতে সলমন খানের লুক দেখে ভিড়মি খেয়েছিলেন তাঁর ভক্তরা। সিক্সপ্যাক নিয়ে পরেছিলেন মেয়েদের পোশাক। মাথায় ছিল পটচুল। তাঁর রূপোলী রঙের পোশাকের কথা আজও মনে রেখেছেন দর্শকেরা।
রীতেশ দেশমুখ
আপনা স্বপ্না মানি মানি ছবিতে রীতেশের অভিনয়ের কথা মনে রেখেছেন সকলে। ছবিতে মেয়ের সাজে দেখা গিয়েছিল তাঁকে। আকর্ষণীর পোশাক, বড় চুল, গলায় মালা ও ঠোঁটে লিপস্টিক মেখে হাজির হয়েছিলেন রীতেশ। তাঁকে দেখে বোঝার উপায় ছিল না তিনিই রীতেশ দেশমুখ। সেই সঙ্গে তাঁর অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকে।
শাহরুখ খান
তালিকা থেকে বাদ যাননি শাহরুখ খানও। তাঁকেও দেখা গিয়েছিল মেয়ের সাজে। সে সময় তিনিও চমক দিয়েছিলেন এমন সাজে। যা দেখে চমক পেয়েছিলেন সকলে।
কমল হাসান
কমল হাসানের কেরিয়ারের অন্যতম ছবি চাচি ৪২০। এই ছবি মাত করেছিল বক্স অফিস। কমল হাসানের চাচি ৪২০ ছবিটি আজও সেরা ছবির তালিকায় রয়েছে।
অক্ষয় কুমার
এই তালিকায় আছেন খিলাড়ি কুমারও। তিজোরি ছবিতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল মেয়ের সাজে। পরনে মেয়েদের পোশাক, ঠোঁটে লিপস্টিক, এক আকর্ষণীয় হেয়ার স্টাইলে উপস্থিত হন অক্ষয় কুমার।
জনি লিভার
জনি লিভারের অভিনয় দক্ষতার কথা সকলের জানায়। তিনি সব সময় হাসিয়েছেন দর্শকদের। তাঁর অভিনীত সকল ছবি মন কেড়েছে দর্শকদের। তেমনই হাউসফুল ৪ ছবিতে মেয়ের সাজে দেখা গিয়েছিল জনি লিভারকে। তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলকে।