- Home
- Entertainment
- Bollywood
- Pavitr Prabhakar: ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ, ডাবিংয়ে শুবমান গিল
Pavitr Prabhakar: ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ, ডাবিংয়ে শুবমান গিল
- FB
- TW
- Linkdin
১ জুন মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকর, দর্শকদের আগ্রহ তুঙ্গে
১ জুন মুক্তি পেতে চলেছে 'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'। এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করছেন ভারতীয় স্পাইডারম্যান 'পবিত্র প্রভাকর'।
ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ডাবিংয়ে ক্রিকেটার শুবমান গিল
আগেই ঘোষণা করা হয়েছিল, ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ডাবিং করছেন ক্রিকেটার শুবমান গিল। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও ছিলেন শুবমান।
ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চে হাল্কা মেজাজে দেখা যায় শুবমান গিলকে
মুম্বইয়ে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাল্কা মেজাজে দেখা যায় শুবমান গিলকে।
প্রথমবার বাংলা-সহ ১০টি ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে হলিউডের কোনও ছবি
ইংরাজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'।
মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগেই ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার এক দিন আগে ভারতে মুক্তি পেতে চলেছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'। ফলে ছবিটি নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
এই প্রথম স্পাইডারম্যানের ছবিতে ডাবিং করলেন কোনও ক্রীড়াবিদ, উচ্ছ্বসিত শুবমান
পর্দায় ভারতীয়-স্পাইডারম্যানের কীর্তি দেখার অপেক্ষায় দর্শকরা। এই প্রথম কোনও ক্রীড়াবিদ স্পাইডারম্যানের ছবিতে ডাবিং করলেন। ফলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে।
ভারতীয়-স্পাইডারম্যান হিসেবে এই ক্রিকেটারের ডাবিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা
ভারতীয়-স্পাইডারম্যানের ডাবিংয়ে শুবমান গিলের থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমী ও চলচ্চিত্রপ্রেমীরা বড়পর্দায় শুবমানের কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করছেন।
দর্শকদের মন জয় করতে পারবে ভারতীয় স্পাইডারম্যান, আশায় সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়া
সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও হেড শনি পঞ্জিকরণ বলেছেন, 'আমরা নিশ্চিত যে 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' যেমন জনপ্রিয় হয়েছিল, এই ছবিটিও দর্শকরা একইরকমভাবে পছন্দ করবেন। এই ছবিটিও জনপ্রিয় হবে।'
শুবমান গিলের সঙ্গে কাজ করে খুশি সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়া
সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও হেড শনি পঞ্জিকরণ বলেছেন, 'শুবমান গিলের সাথে এই ছবিতে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ তিনি শুধুমাত্র একজন ইয়ুথ আইকনই নন, একজন সত্যিকারের নায়ক।'
ব্যক্তিগত পছন্দের সুপার হিরোদের অন্যতম স্পাইডারম্যান, জানিয়েছেন শুবমান গিল
শুবমান গিল বলেছেন, 'আমি স্পাইডারম্যান দেখে বড় হয়েছি। আমার সবচেয়ে পছন্দের সুপারহিরোদের অন্যতম স্পাইডারম্যান। এই ছবির হিন্দি ও পাঞ্জাবি সংস্করণে পবিত্র প্রভাকরের জন্য ডাবিং করা অসাধারণ অভিজ্ঞতা।'